বাংলাহান্ট ডেস্ক: ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে (Pakistan Flood)। জলের তোড়ে ভাসছে প্রতিবেশী রাষ্ট্র। দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পাক মুলুকের এই দুর্দশায় বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি চুপ কেন? প্রশ্ন তুললেন পাক অভিনেত্রী মেহবিশ হায়াত (Mehwish Hayat)। বলিউডের পাকিস্তানি অনুরাগীদের কষ্ট দেখেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন কেন বলিউড তারকারা? ক্ষোভ উগরে দিয়েছেন মেহবিশ।
রাজনীতির উর্দ্ধে উঠে পাকিস্তানি ভক্তদের জন্য মুখ খুলুন, বলিউড সেলেবদের উদ্দেশে বার্তা দিয়েছেন মেহবিশ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বলিউড তারকাদের নীরবতা বধির করে দেওয়ার মতো। অসহায়তার কোনো জাতি, ধর্ম হয় না। জাতীয়তাবাদী রাজনীতির উর্দ্ধে উঠে তারা যে পাকিস্তানি ভক্তদের কথা ভাবতে পারেন, সেটা দেখিয়ে দেওয়ার এটাই সবথেকে ভাল সময়। আমরা কষ্ট পাচ্ছি আর সহানুভূতির একটা দুটো কথা বলায় খুব একটা ক্ষতি হবে না।’
যে সাংবাদিকের মন্তব্যের প্রসঙ্গে এই কথাগুলো মেহবিশ বলেছেন, সেই পোস্টে লেখা ছিল, ‘আমি সত্যিই জানতাম মানবিকতার কোনো সীমানা হয় না। কিন্তু বলিউডের প্রায় কোনো তারকাই পাকিস্তানের ভয়াবহ বন্যা সম্পর্কে কোনো পোস্টই শেয়ার করেননি। সতর্কতা জারি করা, লিঙ্ক শেয়ার করা বা সহানুভূতিটুকুও দেখাননি। তারা নিজেরাও জানেন যে তারা কতটা জনপ্রিয় আর তাদের একটা ভাল কথায় কতটা প্রভাব পড়তে পারে।’
পাকিস্তানের যথেষ্ট নামী অভিনেত্রী মেহবিশ হায়াত। নিজের দেশের এই দুর্দিনে আন্তর্জাতিক মঞ্চে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। সুপারমডেল বেলা হাদিদের মতো তারকা পাকিস্তানে সাহায্য পাঠানোর জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তিন খান সহ বলিউডের কোনো তারকাই এ বিষয়ে মুখ খোলেননি।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভয়াবহ বন্যা চলছে পাকিস্তানে। হিমবাহ গলে তৈরি হওয়া বন্যায় হাজার জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানের এই পরিস্থিতিতে সাহায্য পাঠাচ্ছেন অনেকে।