বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি বছরের একদম শুরুতেই নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nassr) যোগ দিয়েছেন সিআরসেভেন। গগনচুম্বী পারিশ্রমিকের বিনিময়ে এশিয়ার এই ক্লাবে খেলছেন পর্তুগিজ মহাতারকা। ইতিমধ্যেই ক্লাবটির হয়ে ৯ ম্যাচ খেলে ৮ গোল এবং ২ অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি।
তার বাৎসরিক, মাসিক এমনকি সাপ্তাহিক আয়ের হিসাবটা একবার সকলের সামনে তুলে ধরা হলো:
●১ বছরে রোনাল্ডোর আয়: প্রায় ১৭৭৫ কোটি ২৪ লক্ষ টাকা
●১ মাসে রোনাল্ডোর আয়: প্রায় ১৪৮ কোটি টাকা
●১ দিনে রোনাল্ডোর আয়: প্রায় ৫ কোটি টাকা
●১ ঘন্টায় রোনাল্ডোর আয়: প্রায় ২০ লক্ষ ৫৫ হাজার টাকা
●১ মিনিটে রোনাল্ডোর আয়: ৩৪ হাজার ২৪৪ টাকা
●১ সেকেন্ডে রোনাল্ডোর আয়: ৫৭০ টাকা
কিন্তু এবারের রোনাল্ডোর আয়কে টেক্কা দিতে চলেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। অন্তত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তেমনটাই ভেবে নেওয়া যায়। লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জে সম্প্রতি সৌদি আরবে গিয়েছিলেন। মনে করা হচ্ছে সেই দেশের সবচেয়ে সফল ক্লাব আল হিলালের সঙ্গে আসন্ন সময়ে মেসির চুক্তি নিয়ে আলোচনা করতে চলেছেন তারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে, ওই দেশের রয়্যাল ফ্যামিলির সঙ্গে মেসির পিতাকে কথাবার্তা বলতে দেখা গিয়েছে।
সম্প্রতি কাতারের মালিকানাধীন ফরাসি দল প্যারিস সেন্ট জার্মেইন মেসিকে সই করানোর পর টানা দুই মরশুম চ্যাম্পিয়ন্স লিগের ‘শেষ ১৬’ পর্যায়ের পেরোতে ব্যর্থ হয়েছে। তাই ওই ক্লাব থেকে মেসির বিদায় নিয়ে গুজব ছড়িয়েছে। চলতি মরশুমের শেষে তার সাথে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। আর্জেন্টাইন তারকা ও ফরাসি ক্লাবের মধ্যে চুক্তি নবীকরণ হবে এমনটা শোনা যায়নি। তাই প্রায় ৩০০ মিলিয়ন ডলারের চুক্তিতে মেসিকে সৌদি ক্লাব আল হিলালের সাথে যুক্ত করার চেষ্টা চলছে বলে শোনা যাচ্ছে। তবে এই চুক্তিতে মেসির বাবা নাকি সন্তুষ্ট নন। তিনি মেসির জন্য বেতন চান ৬০০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৯৯৫ কোটি টাকারও বেশি।
ফুটবলের দুই সর্বকালের সেরা ফুটবলারকে আবার এক লিগে দেখতে পাওয়া যাবে এমনটা হওয়ার সম্ভাবনা দেখা যাওয়ার পরই ভক্তদের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি বিশ্বকাপ জিতে লিওনেল মেসি আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্ন পূরণ করেছেন ৩৬ বছর পরে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ২০১৬ সালে পর্তুগালকে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম ট্রফি জিতিয়ে অমরত্ব অর্জন করেছেন। তাদেরকে আবার এক লিগে দেখতে পাওয়ার খবরটা নিঃসন্দেহে সকলের কাছেই সুখবর হতে চলেছে।