সোমেই সুসংবাদ! এবার চালক ছাড়াই হুহু করে ছুটবে মেট্রো, নিমেষেই পৌঁছে যাবেন গন্তব্যে

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার কলকাতা মেট্রো ইতিহাস তৈরি করল। কিছুদিন আগেই গঙ্গার তলা দিয়ে ছুটেছে মেট্রো। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো সিস্টেম হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে কলকাতার মেট্রো। এই মেট্রো লাইনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে কলকাতা ও হাওড়ার।

তবে এবার কলকাতা মেট্রোয় শুরু হতে চলেছে চালকবিহীন মেট্রো পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে আজ অর্থাৎ সোমবার থেকেই চালকবিহীন মেট্রো পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা আছে এই মেট্রো লাইনে। এর ফলে কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রণ করা যাবে মেট্রোর গতিবিধি।

আরোও পড়ুন : ঠেলার নাম বাবাজি! দাড়িভিট কাণ্ডে হাজিরা রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবদের, কী নির্দেশ দিল হাইকোর্ট?

তাই চালক ছাড়াই চলাচল করতে পারবে মেট্রো। বর্তমানে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে। অটোমেটিক ট্রেন অপারেশনে সেই ব্যবধান দুই থেকে তিন মিনিট কমে যাবে বলে জানা যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের আশা নতুন এই প্রযুক্তির ফলে বৃদ্ধি পাবে যাত্রী স্বাচ্ছন্দ্য।

আরোও পড়ুন : আজব! বিক্রি হয়ে গেল আস্ত একটি ট্রেন, রেলের কাণ্ডে শোরগোল হলদিবাড়িতে

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এর আগে জানিয়েছিলেন, স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চালানো হলেও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এখন কেবিনে উপস্থিত থাকবেন চালক। উদয়কুমার রেড্ডির মতে, কলকাতার মেট্রোর যাত্রীদের কাছে এটি সম্পূর্ণ একটি নতুন বিষয় হতে চলেছে।

metro

তাই যাত্রীদের মনে তৈরি হতে পারে ভয় বা উৎকণ্ঠা। ATO পদ্ধতিতে আপাতত মেট্রো চললেও তাই কেবিনে চালক উপস্থিত থাকবেন। ধীরে ধীরে এই ব্যবস্থার সাথে সবাই অভ্যস্থ হলে বদল করা হবে নিয়মে। এই প্রযুক্তির হাত ধরে কলকাতা মেট্রোয় যে নতুন এক অধ্যায়ের শুরু হল তা বলাই যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর