‘বাংলায় শুধু প্রতিভা থাকলেই কাজ পাওয়া যায় না’! বিস্ফোরক ‘মেয়েবেলা ‘ র ডোডো দা অর্পণ

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের সুদর্শন নায়ক অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। যদিও অনুরাগীদের কাছে তিনি ‘মেয়েবেলা’র (Meyebela) ডোডা দা নামেই বেশি জনপ্রিয়। স্টার জলসার এই জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন অর্পণ (Arpan Ghoshal)। এই সিরিয়ালের সুবাদেই  লাফিয়ে বেড়েছিল তাঁর মহিলা অনুরাগী।

ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক ‘মেয়েবেলা’ র নায়ক অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)

বিশেষ করে তাঁর সাথে মৌ অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের জুটি ছিল দারুন হিট। অনেকেই চেয়েছিলেন তাঁদের অনস্ক্রিন প্রেমটা যেন অফস্ক্রিনেও হয়।কিন্তু অনুরাগীদের মন ভেঙে দিয়ে হঠাৎ করেই একদিন অর্পণ (Arpan Ghoshal) জানান তিনি আগে থেকেই বিবাহিত। তবে মেয়েবেলায় প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করার আগেই তাঁকে গিয়েছিল কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ধারাবাহিকে।

   

তবে অর্পণকে (Arpan Ghoshal) সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল মেয়েবেলাই। একসময় থিয়েটার থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। আদতে থিয়েটারের জগতের মানুষ অর্পণ বাংলা সিরিয়ালে অভিনয় করার আগে একটা সময় চুটিয়ে অভিনয় করতেন থিয়েটারে। তাঁর অভিনীত একাধিক নাটক ইতিমধ্যেই মঞ্চস্থ হয়েছে। অর্পণ অভিনীত ‘অথৈ’ এবার আসছে বড়পর্দায়। এই সিনেমায় অর্পণ রয়েছেন মুকুলের ভূমিকায়।

আরও পড়ুন : TRP তালিকায় বিরাট অঘটন! কথার কাছে হেরে ভূত পর্ণা, কত নম্বর পেল জগদ্ধাত্রী?

থিয়েটার, সিরিয়াল, সিনেমার পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করে ফেলেছেন তিনি। থিয়েটারের মঞ্চ থেকে বড় পর্দার এই জার্নি সম্পর্কে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে সাক্ষাৎকারে নিজের অভিনেতা জানিয়েছিলেন নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন বাংলায় অডিশনের পদ্ধতি বা কাস্টিং খুব একটা খোলামেলা হয় না, তার জন্য যোগাযোগের প্রয়োজন হয় বলে মনে করেন তিনি।

Arpan Ghoshal

অভিনেতার কথায়, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাংলায় কাজ নিয়ে এগিয়ে  যেতে চাইলে যোগাযোগ থাকা প্রয়োজন। না হলে শুধু প্রতিভার জোরে এগিয়ে যাওয়া যায় না।’ এখানেই শেষ নয়, সেই সাথে অভিনেতা এদিন জানিয়েছেন, তিনি  যে কটি কাজের সুযোগ পেয়েছেন তার সবকটাই হয় থিয়েটার নয় তো বা অন্যান্য কাজের সূত্র থেকে। তাই অর্পণের সাফ কথা, ‘যোগাযোগ না থাকলে আমি হয়তো অডিশন দিতেই পারতাম না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর