মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেদিনীপুর শহরের রাঙামাটিতে

 

পশ্চিম মেদিনীপুর :- মেরে ফেলার হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেদিনীপুর শহরের রাঙামাটিতে । মঙ্গলবার সকালে মেদিনীপুরের রাঙামাটিতে স্থানীয় ঐক্যতান ক্লাবের দেওয়ালে চার-পাঁচটি হাতে লেখা পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা।সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টার গুলির নিচে লেখা রয়েছে মাওবাদী জিন্দাবাদ ।

স্থানীয় তৃণমূল কর্মী রাজু মান্না ,গণেশ মণ্ডল, পল্টু বোস ,মনা রায় দের নাম উল্লেখ করে পোস্টার টানানো হয়েছে । পোস্টার এর বয়ান অনেকটা এরকম -“১২ লক্ষ টাকা নিয়েছো অথচ জায়গা দাওনি ,তিন বছর ধরে টাকাও ফেরত দিচ্ছ না ,তোমরা মরবে ,মাওবাদী জিন্দাবাদ ” ।

IMG 20191015 WA0021

কোন পোস্টারে আবার লেখা রয়েছে “জমির দালালরা হুশিয়ার ,তোমাদের মাথা যাবে। “স্থানীয় বাসিন্দারাই প্রথমে পোস্টার গুলি দেখতে পান । কোতোয়ালি থানার পুলিশ এসে তড়িঘড়ি পোস্টারগুলো ছিঁড়ে দেয় । মাওবাদী নামাঙ্কিত এমন পোস্টার উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ।

সম্পর্কিত খবর