কয়েক লক্ষ মানুষ ভারত ছেড়ে গ্রহণ করেছেন কানাডার নাগরিকত্ব! পরিসংখ্যান জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) এবং কানাডার (Canada) মধ্যে চলমান উত্তেজনার আবহেই এবার বিদেশ মন্ত্রকের তথ্য থেকে একটি অবাক করা বিষয় সামনে এসেছে। জানা গিয়েছে যে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে ১.৬ লক্ষ ভারতীয় কানাডার নাগরিকত্ব নিয়েছেন। শুধু তাই নয়, পরিসংখ্যানে দেখা গেছে ভারতীয়দের কাছে সবথেকে পছন্দের দেশের তালিকায় কানাডা দ্বিতীয় স্থানে রয়েছে।

এদিকে, ওই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। যার নাগরিকত্বের জন্য সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় আমাদের দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এই পরিসংখ্যানে কানাডার পরে, অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে এবং ব্রিটেন চতুর্থ স্থানে রয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩-এর জুনের মধ্যে, প্রায় ৮.৪ লক্ষ মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন এবং ১১৪ টি বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

পাশাপাশি, ৫৮ শতাংশ মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডা এবং আমেরিকাকে বেছে নিয়েছেন। উল্লেখ্য যে, ভারতীয় নাগরিকত্ব ত্যাগের এই প্রবণতা প্রতি বছর বাড়তে দেখা গেছে। তবে, ২০২০ সালে মহামারীর কারণে নাগরিকত্ব ত্যাগের হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন এমন ব্যক্তির সংখ্যা ছিল ১.৩ লক্ষ। যা ২০২২ সালে বেড়ে ২.২ লক্ষ হয়েছে। এদিকে, ২০২৩ সালের জুনের মধ্যে প্রায় ৮৭,০০০ ভারতীয় বিদেশী নাগরিকত্বের পথে হেঁটেছেন।

এই প্রসঙ্গে ইমিগ্রেশন এক্সপার্ট বিক্রম শ্রফ জানিয়েছেন, অনেক ভারতীয়ই ইংরেজি ভাষার প্রাধান্য রয়েছে এমন দেশে যেতে পছন্দ করেন। তিনি বলেন, “উচ্চ জীবনযাত্রা, শিশুদের শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ এবং ভালো স্বাস্থ্য-সুবিধার মতো বিষয়গুলি প্রবাসী হওয়ার ক্ষেত্রে মূল কারণ। এদিকে, কানাডা এবং অস্ট্রেলিয়া তাদের দেশে বসবাস ও নাগরিকত্ব পাওয়ার নিয়ম সহজ করে বিদেশি প্রতিভাদের আকৃষ্ট করছে।”

আরও পড়ুন: দুর্দান্ত পলিসি LIC-র! এবার মাত্র ১০০ টাকা জমা করেই পেয়ে যান ৭৫ হাজার টাকার লাভ সহ একাধিক সুবিধা

এদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে সংসদে বলেছিলেন যে, তাঁর সরকার প্রবাসীদের সর্বাধিক ব্যবহার করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেছিলেন, “সফল, সমৃদ্ধ এবং প্রভাবশালী প্রবাসীরা ভারতের জন্য অত্যন্ত উপকারী। আমাদের দৃষ্টিভঙ্গি হল প্রবাসী নেটওয়ার্কের পূর্ণ সদ্ব্যবহার করা এবং দেশের স্বার্থে সুনাম ব্যবহার করা।”

আরও পড়ুন: “ISRO-তে আমার অবস্থান হুমকির মুখে পড়েছিল, হতে পারত….”; বিস্ফোরক তথ্য সামনে আনলেন এস সোমনাথ

ভারত-কানাডা বিরোধ ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ানদের সমস্যা বাড়িয়েছে: উল্লেখ্য যে, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে গত সোমবার ভারত ও কানাডার মধ্যে বিরোধ শুরু হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার পার্লামেন্টে বলেছিলেন যে, নিজ্জার হত্যার পিছনে সম্ভবত ভারতের হাত রয়েছে। এদিকে, ভারত দৃঢ়ভাবে তাঁর অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এটাও জানিয়েছে যে, কানাডার অভিযোগ একদম অযৌক্তিক।

Millions of Indians have left India and accepted Canadian citizenship

এমতাবস্থায়, এই অভিযোগের পর কানাডায় ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের সমস্যা বেড়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে খালিস্তানি সমর্থকদের ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের কানাডা ছেড়ে যাওয়ার হুমকি দিতেও দেখা গিয়েছে। এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ভারত কানাডার সাথে ভিসা পরিষেবাও স্থগিত করেছে। যার কারণে এই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর