কোমরে আঁচল গুঁজে মায়ের সঙ্গে উদ্দাম ধুনুচি নাচ মিমির, নবমীর ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একাধারে তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী আবার লোকসভার সাংসদও বটে। গান দিয়ে যেমন শ্রোতাদের মুগ্ধ করে দিতে পারেন তেমনি কোমর বেঁধে ধুনুচি নাচ নেচে তাকও লাগিয়ে দিতে পারেন। এক কথায়, সর্বগুণসম্পন্না মিমি চক্রবর্তী (mimi chakraborty)।

নিজের আবাসনের পুজোয় প্রতিবারই ধুনুচি নাচ নাচেন মিমি। গতবারের মতো এবছরেও দেখা গেল একই রকম দৃশ‍্য। শুধু গত বার কু্র্তির বদলে এবারে শাড়ি পরেই চুটিয়ে নেচেছেন অভিনেত্রী। গাঢ় নীল রঙা জমির পর রূপোলি সুতোর কাজ করা শাড়ি, স্লিভলেস ব্লাউজ ও খোলা চুলে মোহময়ী মিমি।


শাড়ির আঁচল কোমরে গুঁজেই শুরু করলেন ধুনুচি নাচ। মিমির নাচ দেখলেই বোঝা যায় যথেষ্ট ভাল নাচেন তিনি। এক সময় মেয়ের সঙ্গে এসে যোগ দিলেন অভিনেত্রীর মা ও। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা ও ভালবাসা। সাংসদ মিমিকে ধুনুচি নাচতে দেখে আপ্লুত নেটিজেনরা।

https://www.instagram.com/tv/CVA4mPDodsj/?utm_medium=copy_link

গত বছরেও নিজের কসবার আবাসনে পুজোতে মাততে দেখা গিয়েছিল মিমিকে। সেই সঙ্গে নিজের পাশাপাশি বাকি সকলেরই সুরক্ষাও সব সময় তীক্ষ্ণ নজরে রেখেছিলেন অভিনেত্রী। গত বারের মতো এ বারেঝ অষ্টমীর অঞ্জলি থেকে পুজোর কাজ সবই করতে দেখা গিয়েছে তাঁকে। সেই সঙ্গে নবমীর রাতে ধুনুচি নাচ।

https://www.instagram.com/p/CU9dfGSom-c/?utm_medium=copy_link

গত বছর পুজোতে সাংসদ অভিনেত্রীর পরনে ছিল সাদা কুর্তি ও পালাজো। খোলা চুলে অসাধারন দেখাচ্ছিল তাঁকে। হাতে ধুনুচি নিয়ে ঢাকের তালে চুটিয়ে নেচেছেন মিমি। নিজেই ইনস্টা হ‍্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।

https://www.instagram.com/p/CVAI3QvoNg9/?utm_medium=copy_link

কাজের দিক দিয়ে আপাতত ‘বাজি’র মুক্তির অপেক্ষা করছেন মিমি। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন জিৎ। একটি তেলুগু ছবির বাংলা রিমেক এই ছবি। আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে বাজি। এছাড়াও ‘খেলা যখন’ ছবির শুটিং শেষ তাঁর। কাজ শুরু করেছেন ‘মিনি’ ছবির।

X