বাংলা হান্ট ডেস্কঃ এবার থেকে মাস পরতে না পরতেই বিদ্যুৎ দফতরের কর্মীদের আর বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখতে হবে না। কারণ শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে ‘স্মার্ট মিটার’ (Smart Meter) পরিষেবা, জানালেন খোদ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)।
সূত্রের খবর প্রায় ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসতে চলেছে বাংলায় । এই ‘স্মার্ট মিটার’-এর মাধ্যমে অফিসে বসেই গ্রাহকের বিদ্যুতের ব্যয় সংক্রান্ত তথ্য জানা যাবে। রাজ্য বিধানসভায় ঠিক এমনটাই জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
বুধবার অর্থাৎ ৩০ নভেম্বর রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎমন্ত্রী জানান, খুব শীঘ্রই রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । যার ফলে চিরাচরিত প্রথায় বিদ্যুৎ কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে আর মিটার দেখতে হবে না। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা নেবে রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো হবে প্রায় ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’। এতে বিদ্যুৎ দফতরের কাজে সুবিধা হওয়ার পাশাপাশি সময় ও লাঘব হবে।
এদিন বিধানসভায় বিদ্যুতের বণ্টন প্রসঙ্গে কেন্দ্রর বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী। তার অভিযোগ, বিজেপি রাজ্য গুজরাতে বিদ্যুৎ গেলেও বঞ্চিত হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। অন্যদিকে এই একই প্রসঙ্গে রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে একহাত নিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তার দাবি, ময়নায় দিনে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এই অভিযোগের পাল্টা উত্তরে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘‘আপনি তো কলকাতায় থাকেন। ময়নায় বিদ্যুৎ না গেলে আপনি জানবেন কী ভাবে?’’ অরূপের জবাবে দিন্দা আবার বলেন, ‘‘আপনি কি আমার পিছনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন? আমি কোথায় থাকি আপনি জানবেন কী ভাবে?’’
এভাবেই জবাব, পাল্টা-জবাব এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার কক্ষ। প্রসঙ্গত বিদ্যুৎ মন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অর্থ দেবে, রাজ্য সরকারের তরফে ব্যয় করা হবে আরও ৪০ শতাংশ অর্থ। এই প্রকল্পে মোট ১১ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ হবে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী।