বাংলাহান্ট ডেস্ক: যারা ‘মীরাক্কেল’ (Mirakkel) এর একনিষ্ঠ ভক্ত, তারা আবু হেনা রনিকে (Abu Hena Roni) চিনবেই। বাংলাদেশের বাসিন্দা রনি মীরাক্কেলের সবথেকে জনপ্রিয় প্রতিযোগীদের মধ্যে অন্যতম। বেশ কয়েক বছর আগে মীরাক্কেলে অংশ নিয়ে ভিজয়ীও হয়েছিলেন তিনি। তাঁর কৌতুক বোধ দ্রুত জনপ্রিয়তার চূড়ায় তুলেছিল আবু হেনা রনিকে। সম্প্রতি ফের একটি কারণে চর্চায় উঠে এসেছেন তিনি। তবে কারণটা খুবই মর্মান্তিক।
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আবু হেনা রনি। বাংলাদেশের গাজীপুর মেট্রোপলিটন পুলিসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক দুর্ঘটনায় জখম হন তিনি। আইসিইউতে রাখা হয়েছে কৌতুকশিল্পীকে। তবে পুরোপুরি ভাবে সঙ্কটমুক্ত হননি তিনি।
বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনুষ্ঠানে অতিতিদের ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন আনা হয়েছিল। মঞ্চের পাশেই রাখা ছিল সেগুলো। ওই গ্যাস বেলুন ফেটেই দুর্ঘটনা ঘটে। আহত অতিথিরা মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
আইসিইউতে রাখা হয়েছে আবু হেনা রনিকে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, আবু হেনা রনির শ্বাসনালী ও একটা কান পুড়ে গিয়েছে। এখনো বিপদমুক্ত নন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। কলকাতা থেকেও অনেকে খোঁজখবর নিয়েছেন কৌতুক শিল্পীর। আবু হেনা রনি ছাড়াও আর তিন চার জন আহত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে জি বাংলার জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘মীরাক্কেল’এ অংশ নিয়েছিলেন আবু হেনা রনি। তাঁর ‘দুলাভাই’ জোকস এবং ‘আশেপাশে শুভঙ্কর দা নাই তো?’ লাইনটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিচারক এবং দর্শক সকলেরই প্রশংসা পেয়ে সেই সিজনে বিজয়ী হয়েছিলেন আবু হেনা রনি। তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন ভক্তরা।