আত্মহত‍্যার মতো ভুল শিক্ষা নয়, ঘুরে দাঁড়ানোর ইতিবাচক বার্তা দেয় ‘মিঠাই’, ধন‍্য ধন‍্য করছেন দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক: ব্যক্তিগত বা পেশাগত কারণে অনেকেই আত্মহত‍্যার (Suicide) পথ বেছে নিচ্ছে। বিগত কয়েকদিনে একের পর এক মৃত‍্যুর খবর এসেছে বিনোদুনিয়া থেকে। বর্তমান সময়ের অন‍্যতম জ্বলন্ত সমস‍্যা এটা। অনেক সময়ে সিরিয়াল (Bengali Serial) বা সিনেমাতেও গল্পের প্রয়োজনে আত্মহত‍্যা বা আত্মহত‍্যার চেষ্টা করার মতো ঘটনা দেখানো হয়। সমাজে এটার খারাপ প্রভাব পড়ে বলেই মনে করে বিশেষজ্ঞ মহল।

তাই এবার সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিল ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার অত‍্যন্ত জনপ্রিয় সিরিয়াল মিঠাই। বেঙ্গল টপারের শিরোপা হারালেও জনপ্রিয়তা এতটুকুও কমেনি মিঠাইয়ের। এই মুহূর্তে বেশ কঠিন পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছে মোদক পরিবার। রিকি দর রকস্টারের খোলস ছেড়ে সিদ্ধার্থ নিজের আসল রূপ নিয়ে ফিরে এসেছে। আর সেই সঙ্গে ধরা পড়েছে মোদক পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা।

IMG 20220606 151625
সিদ্ধেশ্বর মোদকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ওমি আগরওয়াল এবং ঘরশত্রু বিভীষণ পিসেমশাই যে হাত মিলিয়ে মোদক পরিবারের ক্ষতি করছিল তা এতদিনে দর্শকরা জেনে গিয়েছিলেন। সিড, মিঠাই আর রুদ্র আসল ষড়যন্ত্রকারীদের ধরতে পারলেও সঠিক সময়ে নাটকীয় ভাবে তাদের আসল রূপ সবার সামনে আনে।

ব‍্যবসায় ক্ষতি এবং সিডকে খুনের চেষ্টা করার অভিযোগে ওমি এবং পিসেমশাই দুজনকেই গ্রেফতার করে পুলিস। বলা বাহুল‍্য, এই ঘটনায় যেন ঝড় বয়ে গিয়েছে মোদক পরিবারের উপর দিয়ে। বিশেষ করে ভেঙে পড়েছেন সিড মিঠাইয়ের পিসি। নিজের স্বামীই পরিবারের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করছিলেন এটা মেনে নিতে পারছেন না তিনি।

একটা সময়ে দর্শকদের বুক কেঁপে উঠেছিল এই ভেবে যে পিসিও আত্মহত‍্যার পথ না বেছে নেন। কিন্তু একেবারে অন‍্য রকম ভাবে ইতিবাচক দিক দিয়ে সাজানো হল গল্প। সিরিয়ালে দেখানো হচ্ছে, পিসিকে আবার চাঙ্গা করে তুলতে সবাই পরিকল্পনা খুঁজছে। নেতিবাচকতা থেকে দূরে সরে নিজের পছন্দসই কাজ নিয়ে যাতে থাকতে পারেন তিনি।

Mithai in Mithai 1
ঠিক করা হয়, পিসি যেহেতু খুব ভাল নাচতে পারেন তাই তাঁকে একটি নাচের স্কুল খুলে দেওয়া হবে। কাজের মধ‍্যে থাকতে পারলে নেতিবাচক চিন্তা আর মাথায় ভিড় করবে না। যৌথ পরিবারের সকলে মিলে বাড়ির মেয়েয দুঃসময়ে আগলে রেখেছে। মিঠাইয়ের শেষ পর্বটি দেখে আপ্লুত দর্শকরা।

হেরে গেলেই নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। বরং নতুন করে ঘুরে দাঁড়ানো উচিত। মিঠাই এই বার্তাটাই দিয়েছে। বাংলা সেরা না হতে পারুক, মিঠাই এইখানেই অন‍্য সব সিরিয়ালের থেকে আলাদা, দাবি দর্শকদের। কূটকাচালি, পরকীয়া না দেখিয়ে ইতিবাচক বার্তা দেয় মিঠাই। তাই তো ঘরে ঘরে এখন শুধুই মিঠাই এর নাম।


Niranjana Nag

সম্পর্কিত খবর