দীর্ঘ স্ট্রাগলের পর অবশেষে স্বপ্নপূরণ, কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ‘মিঠিঝোরা’র নায়ক সুমন

বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের  অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন সুমন দে (Suman Dey)। এই মুহূর্তে তাঁকে  জি বাংলার (Zee Bangla) হিট মেগা ‘মিঠিঝোড়া’য় (Mithijhora)  নায়ক অনির্বাণ চরিত্রে দেখা যাচ্ছে। এই ধারাবাহিক শেষ হওয়ার জল্পনার মাঝে সম্প্রতি নিজের স্বপ্ন পূরণ করেছেন অভিনেতা। আসলে সম্প্রতি কলকাতার বুকে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন সুমন (Suman Dey)।

নিজের ফ্ল্যাট কিনলেন  ‘মিঠিঝোড়া’র নায়ক সুমন দে (Suman Dey)

সোশ্যাল মিডিয়ায় সেই ফ্ল্যাটেরই  গৃহপ্রবেশের ভিডিও শেয়ার করে নিয়েছিলেন নায়ক (Suman Dey)। তবে অভিনেতার আজকের এই সাফল্যের পিছনেও রয়েছে একটা কঠিন স্ট্রাগলের কাহিনী। অনেকেই হয়তো জানেন না, আদতে এই  অভিনেতার বাড়ি  শিলিগুড়িতে। সেখানে বিশাল বাড়িও  রয়েছে তাঁদের। একসময়  বেঙ্গালুরু থেকে পড়াশোনা করার পর অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাই।

সেখানে একটা সময় টাকার প্রয়োজনে সুমন কাজ করেছিলেন জিম ট্রেনার হিসেবেও। পরে যদিও মায়ের কথাতেই কলকাতায় ফিরে আসেন তিনি। যদিও কলকাতায় এসে একের পর এক অডিশন দিয়েও কোনো কাজ মেলেনি। শুরুর দিকে ছোট্ট এক কামরার একটা ঘরে খুবই কষ্ট করে থাকতেন তিনি। কখনও আবার পরিস্থিতির চাপে তিনি থেকেছেন বন্ধ পার্লারে।

আরও পড়ুন: মেয়ের চেয়েও ছোট দোলনের সাথে লিভ ইন, ৭৬-এ বিয়ে, অবাক করবে দীপঙ্কর দে-র প্রথম স্ত্রীর পরিচয়

তবে কষ্ট করা স্বার্থক হয়েছে সুমনের। অবশেষে নিজের স্বপ্নপূরণ করেছেন অভিনেতা। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে সুমন নিজেই জানিয়েছেন,, তাঁর এই নতুন ফ্ল্যাটটি নাকি নেহাত ছোট নয়, বেশ বড়। যেটি কিনা ১১ তলার উপর ১৬৫০ স্কোয়ারফিটের একটা ফ্ল্যাট। অভিনেতার কথায়, ‘একদিন নিজের স্বপ্নপূরণ করব, বাড়ি কিনব জানতাম, তবে এতবড় ফ্ল্যাট হবে তা কখনও ভাবিনি।’ সুমন জানিয়েছেন, ফ্ল্যাটটি দেখে তাঁর বাবার চোখেও জল এসেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Suman Dey (@sumandey321)

প্রসঙ্গত ১১ তলার উপরে এই বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে সুমন বলেছেন, ‘স্বপ্ন ছিল একদিন কলকাতা শহরকে আমি উপর থেকে দেখব, আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে’। নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের ভিডিও আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছোটপর্দার ‘অনির্বাণ’।সেখানে দেখা গিয়েছিল  রীতিমতো যজ্ঞ করে পুজো করছেন পুরোহিতরা। সেই পুজোয় উপস্থিত ছিলেন সুমন সহ তাঁর বাবা-মা ও পরিবারের লোকজন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর