বাংলা হান্ট ডেস্ক : বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবার তাঁর মুকুটে জুড়ছে সাফল্যের নতুন পালক। দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি (Mithun Chakraborty)। ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের অসামান্য অবদানের জন্য এবার ‘দাদাসাহেব ফালকে’ (Dadasaheb Phalke Award) পুরস্কার পাচ্ছেন এই মেগাস্টার (Mithun Chakraborty)।
‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার এই বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন নিজের এক্স হ্যান্ডেলে এই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন আসন্ন ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আগামী ৮ই অক্টোবর মিঠুন চক্রবর্তীর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। একথা জানিয়েই তিনি লিখেছেন,’মিঠুন দা’র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি’র অসামান্য অবদান রয়েছে।’
প্রসঙ্গত ভারতীয় সিনেমা জগতের মিঠুন চক্রবর্তী পথ চলা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। ওই বছরেই বাংলার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে অভিনয় করেই তাঁর ঝুলিতে উঠেছিল উঠেছিলে জাতীয় পুরস্কার। সেবার সেরা অভিনেতা হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে আজ তিনি যে নাম-যশ-খ্যাতি পেয়েছেন তা তাঁর জীবনের অনেক কষ্টের ফল।
আরও পড়ুন : বলিউডে আসতেই বিচ্ছেদ! ‘খুব ভেঙে পড়ছিলাম’, জানালেন হিন্দি সিরিয়ালের ‘ইমলি’ অদৃজা
অভিনেতার জীবনে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি,কঠোর পরিশ্রম আর বহুদিনের স্ট্রাগলের পরেই এই সাফল্যের স্বাদ পেয়েছেন এই অভিনেতা। বাংলা সিনেমার জনপ্রিয়তা লাভের পর ১৯৮২ সালে বলিউডে অভিষেক হয় তাঁর। সুপারহিট ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার জিমি চরিত্রে অভিনয় করেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে যায় মিঠুনের।
https://twitter.com/AshwiniVaishnaw/status/1840609074041225415
সেই সময় এই সিনেমা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে বিরাট বড় সাফল্য এনে দিয়েছিল। এবছর দুর্গা পুজোতেই মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমা ‘শাস্ত্রী’। দীর্ঘ ১৬ বছর পর এই সিনেমায় তিনি আবার জুটি বাঁধছেন অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল। এই দিন মিঠুন চক্রবর্তীর দাদা সাহেব ফালকে পাওয়ার খবর পেয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।