২১ নয়, আরও বেশি তৃণমূল সাংসদ-বিধায়ক যোগাযোগ রাখছে! জল্পনা উস্কে বড় মন্তব্য মিঠুনের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোট প্রচারে গতকাল বাংলার (West Bengal) মাটিতে পা দিয়েছেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty)। গতকাল কলকাতা বিমানবন্দরে পা রেখে তিনি জানান, দলের সভাপতির নির্দেশে এসেছেন, কর্মসূচী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘যা করব সবাই জানতে পারবেন , লুকিয়ে কিছু করব না।’ আজ ফের বিস্ফোরক মহাগুরু।

বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী । গতকাল ৫ দিনের সফরে রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে, ৫ জেলায় সাংগঠনিক ঠাসা সভা করবেন তিনি। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumder )।

   

oooooo

বিগত কিছু সময় আগে বাংলায় এসে তিনি দাবি করেছিলেন, তৃণমূলের ২১ জন জনপ্রতিনিধি (সাংসদ, বিধায়ক) তার সঙ্গে যোগাযোগ রাখছে। আর এবার বঙ্গ সফরে এসে আরও বিস্ফোরক মিঠুন। রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি দেখতে এসে এদিন ডিস্কো ডান্সার দাবি করলেন, ২১ নয়, বরং তার চেয়ে বেশি সংখ্যক তৃণমূল সাংসদ, বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

মিঠুন চক্রবর্তী আরও বলেন, ‘‘তৃণমূলে সকলে দুর্নীতিগ্রস্ত নন। অনেকে আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তৃণমূলে যারা ভালো, তারা শান্ত। যারা শান্ত, তাদের দিকে নজর রাখুন। যারা শান্ত, তাদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।’ এর আগে সেপ্টেম্বরে মহাগুরু বলেছিলেন, ‘তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’ তবে নভেম্বরের শেষে সেই সংখ্যাটা বেড়েছে বলে এদিন দাবি করলেন তিনি। সবমিলিয়ে এককথায় যেন রাজ্যে বেজে গেলো পঞ্চায়েত ভোটের দামামা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর