ঠিক যেন রূপকথা! ডাস্টবিন থেকেই ভাগ্য বদলে যায় মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানীর

বাংলা হান্ট ডেস্ক : দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউডের মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এই খবর মিলতেই আনন্দে আত্মহারা গোটা বাঙালি জাতি।  অভিনেতা জীবনের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে রক্ত জল করা পরিশ্রমের কাহিনীও।  একটা সময় এই অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে চরম অর্থ কষ্টের মধ্যেও দিন কাটিয়েছিলেন মিঠুন (Mithun Chakraborty)।

মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মেয়ে দিশানীর বাস্তব জীবনের কাহিনী

তাই আজ সকলেই এক বাক্যে স্বীকার করে নেবেন এই সাফল্যের পালক তাঁর মতো রাজার মুকুটেই সাজে। দক্ষ অভিনেতার পাশাপাশি আদ্যোপান্ত  একজন ফ্যামিলি ম্যান মিঠুন (Mithun Chakraborty)। পরিবার আর সন্তানদের নিয়েই তাঁর  গোটা দুনিয়া। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী (Dishani Chakraborty) তাঁর প্রাণ। বাড়ির প্রত্যেক সদস্যই চোখে হারায় দিশানিকে।

মিঠুন কন্যা  দিশানির জীবনটাও সিনেমার থেকে কোন অংশে কম নয়। অনেক বছর আগের কথা। তখন দিশানির নিজের বাবা-মা সদ্যজাত অবস্থায় তাকে ফেলে রেখে গিয়েছিল ডাস্টবিনের সামনে। স্থানীয় লোকজনের  নজরে পড়তেই  এই নিয়ে হয় থানা পুলিশ। তখন এক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্য দিয়ে এই গিয়ে খবর পৌঁছায় মিঠুন চক্রবর্তীর কাছে।

একরত্তির শোনা মাত্রই বুকের বামদিকটা মুচড়ে উঠেছিল অভিনেতার। তাই ফুটফুটে ওই কন্যা সন্তানের কথা শোনা মাত্রই তাঁকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন মিঠুন চক্রবর্তী এবং তা স্ত্রী যোগিতা বালি। কিন্তু আইনের মারপ্যাঁচ এত সহজ নয়। তাই এই নবজাতককে দত্তক নেওয়ার প্রক্রিয়া গড়ায় বহুদূর। কিন্তু  ছোট্ট ওই শিশুর প্রতি অভিনেতার ভালোবাসার  কাছে হার মানে সমস্ত আইনি জটিলতা।

আরও পড়ুন : মহালয়ার সকালে সোনার দাম দেখেই চোখ কপালে! কলকাতায় আজ রেট কত?

অনেক ঝুট ঝামেলা পেরিয়ে অবশেষে ওই দুধের শিশুকেই নিজের পরিবারের সদস্য বানিয়ে নেন মিঠুন। দত্তক নেওয়ার পর তিনিই তাকে নিজের মেয়ের পরিচয় দিয়েছেন। সেদিনের সেই একরত্তি  দিশানি আজ একজন প্রাপ্তবয়স্ক যুবতী। তাঁর সৌন্দর্য হার মানাবে অনেক সুন্দরী নায়িকাদেরও।

Mithun Chakraborty

ইনস্টাগ্রামেও   তাঁর ফলোয়ার্স  সংখ্যা আকাশছোঁয়া। এই মুহূর্তে পড়াশোনার জন্য বিদেশেই রয়েছেন মিঠুন কন্যা দিশানী। তবে বাবা মিঠুন চক্রবর্তী তাঁর কাছে ভগবানের সমান। দিশানী একবাক্যে স্বীকারও  করে নেন।  আজ তিনি যা কিছু হয়েছেন সব তাঁর বাবা মিঠুন চক্রবর্তীর জন্যই।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর