‘ইউপিএ আমলের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে”, রাজ্য সভায় তথ্য প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) বৃহস্পতিবার বলেছেন যে, কেন্দ্র সরকার ২০১৪ সাল থেকে তার বিভিন্ন বিভাগের জন্য প্রায় ৬.৯৮ লক্ষ জন কর্মী নিয়োগ করেছে। তিনি বলেন ইউপিএ সরকারের এর আগের  সাত বছরে মাত্র ৬.১৯ লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল। প্রশ্নোত্তর চলাকালীন রাজ্য সভায় (Rajya Sabha) সম্পূরক প্রশ্নের উত্তরে সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কেবল নিয়োগের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেনি বরং নতুন পদ তৈরির চেষ্টাও করেছে।

তিনি বলেন, ২০০৭-০৮ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ছয় লক্ষ ১৯ হাজার ২৭টি পদে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগগুলি তিনটি প্রধান নিয়োগ সংস্থার মাধ্যমে করা হয়েছিল, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি), সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। সেই তুলনায় মোদী সরকারের গত সাত বছরে ৬ লক্ষ ৯৮ হাজার ১১ জন নিয়োগ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, অনুমোদিত সংখ্যা বাড়িয়ে ৪০ লক্ষ ৪ হাজার ৯৪১ করা হয়েছে যা ২০১৪ সালে ৩৬ লক্ষ ৪৫ হাজার ৫৮৪ ছিল।

jitendra singh tomar2

জিতেন্দ্র সিং বলেন, শূন্য পদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেসব শূন্য পদ নিয়ে বিভাগের পক্ষ থেকে বলা হয়, সেখানে নিয়োগের সময় পর্যন্ত আরও কিছু পদ খালি হয়ে যায়। তিনি রাজ্যসভায় বলেন যে, ২০২০ সালের মার্চ পর্যন্ত অনুমোদিত পদের তুলনায় ৩১ লাখ ৩২  হাজার ৬৯৮ জন কর্মচারী কাজ করছেন, এবং ৮ লাখ ৭২ হাজার ২৪৩টি পদ শূন্য ছিল। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত পাঁচ আর্থিক বছরে তিনটি নিয়োগ সংস্থার মাধ্যমে ৪ লাখ ৪৪ হাজার ৮১৩টি শূন্যপদ পূরণ করা হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর