বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের (independence day) দিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে তারপরই জাতীয় সঙ্গীত (national anthem) গাওয়ার রেওয়াজ রয়েছে। কিন্তু পতাক উত্তোলন করলেও, জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ঘাম ছুটল মোরাদাবাদের (Moradabad) সমাজবাদী পার্টির সাংসদ (SP MP) ডক্টর এসটি হাসানের।
স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যায়, প্রথম এক দু লাইন গাওয়ার পর, মাঝপথেই ভুলে গিয়েছেন ডক্টর এসটি হাসান। এরপর তড়িঘড়ি জয় হে দিয়েই শেষ করলেন জাতীয় সঙ্গীত। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকা মানুষজনও সেই একই ভুল করলেন। নেটদুনিয়ায় এই ভিডিও শেয়ার হতেই, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
#WATCH | Samajwadi Party MP ST Hasan, his supporters forgot the lyrics of the National Anthem during flag hoisting in Moradabad, on the occasion of Independence Day yesterday pic.twitter.com/UTLKEbwxdJ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 16, 2021
ভিডিওতে দেখা যায়, স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদ্দাযাপন অনুষ্ঠানে কোন এক জায়গায় উপস্থিত হয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ডক্টর এসটি হাসান। সেখানে পতাকা উত্তোলনের পর সকলে মিলে জাতীয় সঙ্গীত শুরু করেন। কিন্তু প্রথম এক দু লাইনে পরই তিনি থেমে যান। গাইতে গিয়ে লাইনই ভুলে গিয়েছেন তিনি। এরপর জয় হে দিয়েই শেষ করে দেন তিনি। আর তাঁকে দেখে বাকিরাও সেই সুর ধরেন।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে সাংসদ জানান, ভিডিও শেষ তিনি নাকি পুরো গানটাই গেয়েছিলেন। তাঁর দাবি, ছোট থেকেই তিনি জাতীয় সঙ্গীত গাইছেন, তাই ভুল হওয়ার কোন প্রশ্ন নেই। ওখানে জাতীয় সঙ্গীত গাওয়ার আলাদা দল ছিল এবং তারাই নাকি এই ভুল করেছিলেন। এবং তিনি তাঁদের শুধরে দিয়ে, পরে পুরোটা গেয়েছেন।