বছরের শুরুতেই সুখবর! চালু হাওড়া-এসপ্ল্যানেড রুট? বড় আপডেট দিল কলকাতা মেট্রো

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন নির্বাচনের আগেই বড় উপহার পেতে চলেছে হাওড়া এবং কলকাতাবাসীরা (Kolkata)। নতুন বছরেই শুরু হয়ে যেতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো (MTP) পরিষেবা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রুট পরিদর্শনে আসবেন সিআরএস-এর প্রতিনিধিরা। সমস্ত পরিকাঠামো ঠিক থাকলে চলতি বছরের শুরুতেই এই লাইন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট করিডোরের শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মোট আটটি স্টেশন রয়েছে। যার মধ্যে রয়েছে শিয়ালদা, সল্টলেক স্টেডিয়াম,সিটি সেন্টার, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক। সেই সাথে আরও তিনটি স্টেশন যুক্ত হতে চলেছে বলে খবর। এই তালিকায় রয়েছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন কমপ্লেক্স ও বিবিডি বাগ।

তবে তার আগে দেখা হবে এই রুট গুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কী না। রেলওয়ে সূত্রে খবর, হাওড়া ময়দান এবং মহাকরণ মেট্রো স্টেশন দমকলের শংসাপত্র পেয়েছে। বাকি স্টেশনগুলিও খতিয়ে দেখার পর তাদের শংসাপত্র মেলা অবধী অপেক্ষা করতে হবে‌। তবে এই কাজ যত দ্রুত হয় সেই দিকেই নজর দিয়েছে কলকাতা মেট্রো।

আরও পড়ুন : রাম মন্দিরে পুজোর দায়িত্ব পেলেন PhD পড়ুয়া মোহিত! তরুণ পুরোহিতের বেতন জানলে থ হয়ে যাবেন

kolkata metro crrc dalian rake 1200x768 0 sixteen nine

১৫ মিনিট অন্তর চলবে মেট্রো?

মেট্রো সূত্রে খবর, এবার থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ১৫ মিনিট ছাড়া ছাড়া মেট্রো পাওয়া যাবে। সকাল ৭টা থেকে শুরু হবে প্রথম ট্রেন। এবং পরিষেবা চালু থাকবে রাত ৯টা পর্যন্ত। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই রুট পরিদর্শনে এসেছিলেন জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা সিনহা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর