PAC চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা স্পিকারের, বিধানসভায় হাঙ্গামা বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির আশঙ্কাই সত্যি হল। শুক্রবার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে PAC চেয়ারম্যান হিসেবে মনোনীত করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিজেপি নেতার নাম পিএসি চেয়াম্যান হিসেবে ঘোষণা হওয়ার পরই বিজেপি বিধায়করা বিধানসভায় হট্টগোল শুরু করে দেন। এই ঘোষণাকে অনৈতিক এবং অসাংবিধানি আখ্যা দিয়ে বিজেপির বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

উল্লেখ্য, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথম থেকেই মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করার জন্য উঠেপড়ে লেগেছেন। বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে নাম লেখানো মুকুল রায়কে নিয়ে শাসক বিরোধী দুই দলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। আর এরই মাঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেই ফেলেন যে, মুকুল রায় বিজেপির লোক।

শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ কাড়ার পাশাপাশি তাঁকে পিএসি চেয়ারম্যান হওয়া থেকেও আটকাতে চেয়েছিলেন। তিনি বিধানসভার অধ্যক্ষকে এই নিয়ে চিঠিও দিয়েছিলেন। এমনকি তিনি আইনি লড়াই লড়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তবে ওনার কোনও হুঁশিয়ারিই কাজে লাগল না। মুকুল রায়কে বিধানসভার পিএসি চেয়ারম্যান মনোনীত করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

এখন দেখার বিষয় যে, বিজেপি কী অধ্যক্ষের এই ঘোষণার বিরুদ্ধে আদালতে যাবে? দল বদলের আইন নিয়ে মুকুল রায়ের বিধানসভার সদস্য পদ খারিজ করার দাবি নিয়ে বিজেপি এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর