বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর আগে সম্পন্ন হতে চলেছে মিনি নিলাম। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য রিটেনশনের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। শুধু তাই নয়, কোন কোন খেলোয়াড় রিলিজ হতে চলেছেন তা নিয়েও ক্রিকেট অনুরাগীদের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, মুম্বাই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) একসঙ্গে ৫ জন খেলোয়াড়কে রিলিজ করতে পারে। এর মাধ্যমে তারা নিলামে নতুনভাবে খেলোয়াড় নিয়ে টিম গঠনও করতে পারে।
কোন কোন খেলোয়াড়কে রিলিজ করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians):
১৫ নভেম্বর সন্ধ্যার মধ্যে রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে: BCCI-এর নিয়ম অনুসারে, ফ্র্যাঞ্চাইজিগুলিকে আগামী ১৫ নভেম্বর সন্ধ্যার মধ্যে জানাতে হবে যে তারা কোন খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে এবং কাকে ধরে রাখতে চায়। তবে এবার কোনও নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ, দলগুলি যত খুশি খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে এবং ধরেও রাখতে পারে। এদিকে, IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অন্যতম সফল দল হিসেবে বিবেচিত হয়। তারা এই টুর্নামেন্টে ইতিমধ্যেই ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক মুম্বাই ইন্ডিয়ান কোন কোন খেলোয়াড়কে রিলিজ করতে পারে।

রিস টপলি এবং লিজাদ উইলিয়ামসকে ছেড়ে দেওয়া হতে পারে: অনুমান করা হচ্ছে যে, মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের ফাস্ট বোলার রিস টপলিকে ছেড়ে দিতে পারে। যার জন্য দলটি গত বছর ৭৫ লক্ষ টাকা খরচ করেছিল। তবে, ২০২৫ সালের IPL-এ তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এখন এই সম্ভাবনা খুবই কম যে দল তাঁকে পরের বছর ধরে রাখবে। এছাড়াও, দল লিজাদ উইলিয়ামসকেও ছাড়তে পারে। মুম্বাই তাঁর জন্যও ৭৫ লক্ষ টাকা খরচ করেছে। কিন্তু, তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পায়নি।
আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির ৪ গুণ বাড়ল মুনাফা! শেয়ারে থাকবে বিনিয়োগকারীদের নজর
কর্ণ শর্মা এবং বেভন জ্যাকবসকেও রিলিজ করা হতে পারে: মুম্বাই ইন্ডিয়ান্স যেসব ভারতীয় খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তাদের মধ্যে কর্ণ শর্মা একজন হতে পারেন। কর্ণ শর্মাকে মুম্বাই ৫০ লক্ষ টাকায় কিনেছিল। তবে, তাঁর পারফরম্যান্স নজর কাড়তে পারেনি। গত মরশুমে তিনি ৬ টি ম্যাচ খেলেছিলেন। এবার, তাঁকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। এছাড়াও বেভন জ্যাকবস হলেন আরেকজন খেলোয়াড় যাকে মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করতে পারে। তাঁকে মাত্র ৩০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বাই।
আরও পড়ুন: ১০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে মুদ্রাস্ফীতি! GST হারে পরিবর্তন ঘটতেই চমক, সামনে এল পরিসংখ্যান
দীপক চাহারের নামও চর্চায় রয়েছে: জানিয়ে রাখি যে, মুম্বাই ইন্ডিয়ান্স দীপক চাহারকেও ছেড়ে দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। জানিয়ে রাখি যে, মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দীপকের জন্য ৯.২৫ কোটি টাকা খরচ করেছে। ২০২৫ সালের IPL-এ দীপক চাহার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৪ টি ম্যাচ খেলেছিলেন এবং মাত্র ১১ টি উইকেট নিতে নেন। ওই মরশুমে তাঁকে দেখে মনে হয়েছিল তিনি ভালো ছন্দে ছিলেন না। এমনিতেই, দীপক IPL-এ তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত। এমতাবস্থায়, যদি দীপক চাহারকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তাঁকে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি পেতে চাইবে। জানিয়ে রাখি যে, দীপক বর্তমানে ভারতের হয়ে কোনও ফরম্যাটে খেলছেন না।












