বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এখন অনেক রাজ্যই লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে ৩০ এপ্রিল পর্যন্ত। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। না, সকলেই কিন্তু প্রশাসনের নির্দেশ মেনে গৃহবন্দি হয়ে নেই। এই ভয়ংকর পরিস্থিতিতেও তারা দলবেঁধে বা বাইক, সাইকেল নিয়ে বাইরে ঘুরছে, আড্ডায় মাতছে।
অন্যান্য জরুরি পরিষেবার মতো পুলিসরাও এই পরিস্থিতিতেও রয়েছেন ডিউটিতে। তারাও বারংবার বারন করছেন ঘর থেকে না বেরোতে। বহু জায়গায় লাঠিচার্জেরও ঘটনা ঘটেছে। আবার অনেক জায়গায় ভিন্ন ছবিও দেখা গিয়েছে। পুনের এক পুলিসকর্মীর গলায় শোনা গিয়েছে ‘সরফরোশ’ ছবির গান। চেন্নাইয়ের ট্রাফিক পুলিসের এক সাব ইনস্পেক্টর হাতজোড় করে মানুষকে ঘর থেকে বেরোতে বারন করছেন, চোখে পড়েছে এমন চিত্রও।
https://twitter.com/MumbaiPolice/status/1249146315436707840?s=19
https://twitter.com/SRKPrideofInd/status/1249167889187438594?s=19
এবার আসরে নামল মুম্বই পুলিস। বলিউডি ছবির মাধ্যমে মানুষকে মাস্ক পরা ও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার পরামর্শ দিলেন তারা। মুম্বই পুলিসের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এই টুইটগুলি। আর পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন মুম্বই পুলিসের এই অভিনব উদ্যোগ দেখে।