বাংলাহান্ট ডেস্ক : এই সময়ে দেশে সাম্প্রদায়িক পরিবেশ বেশ কিছুটা উত্তেজনাপূর্ণ। সামান্য কিছুতেই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। কোথাও গান গাইলে গায়ককে ইসলামবিরোধী ঘোষণা করা হয়, আবার কোথাও কাউকে হিন্দুধর্মের বিরোধী হিসেবেও দাগিয়ে দেওয়া হয় । কিন্তু এই সব খবরের মাঝেই একটি মন ভোলানো খবর এসেছে কেরালা থেকে। এই একটি খবর যা আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে জীবন্ত করে তুলছে বলে মনে করা হচ্ছে।
কেরালায় ইসলামিক অধ্যয়নরত দুই মুসলিম যুবক রামায়ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্দান্ত বিজয় অর্জন করেছে। এখন এই দুই মুসলিম যুবককে নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। মালাপ্পুরমের দুই মুসলিম ছাত্র মোহাম্মদ জাবির পিকে এবং মোহাম্মদ বাসিথ এম এই রামায়ণ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। উভয় ছাত্রই রামায়ণের অনলাইন কুইজে জিতেছে। এক হাজারের বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন।
উভয় ছাত্রই কেকেএইচএম ইসলামিক অ্যান্ড আর্টস কলেজ ভ্যালানচেরিতে ইসলামিক স্টাডিজ অধ্যয়ন করে। রামায়ণ থেকে দুই যুবকের প্রিয় শ্লোক হল অযোধ্যাকাণ্ড, যা লক্ষ্মণের ক্রোধ এবং ভগবান শ্রী রাম তার ভাইকে দেওয়া সান্ত্বনা নিয়ে কাজ করে। এতে ভগবান রাম রাষ্ট্র ও ক্ষমতার অসারতার কথা বলছেন। এই উভয় যুবক সাবলীলভাবে এবং সুরেলাভাবে ‘অধ্যাত্ম রামায়ণম’-এর শ্লোকগুলিকে উচ্চারণ করেন, যেটি থুনচাথু রামানুজন এজুথাচান রচিত মহাকাব্যের মালায়লাম সংস্করণ।
প্রতিযোগিতার আয়োজন করে ডিসি বুকস পাবলিশিং হাউস। বাসিথ ও জাবির ইসলামিক স্টাডিজের শেষ বর্ষের ছাত্র। এটি কেকেএসএম ইসলামিক অ্যান্ড আর্টস কলেজে একটি 8 বছরের কোর্স। বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে বসিত ও জাবিরের। এই দুই ছাত্র জানিয়েছেন যে ,ছোটবেলা থেকে তারা মহাকাব্য সম্পর্কে জানতেন কিন্তু WAFE চলাকালীন তারা এই মহাকাব্য এবং হিন্দু ধর্মকে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। WAFE সিলেবাসে প্রতিটি ধর্ম পড়ানো হয়।তাদের লাইব্রেরিতে সব ধর্মের বই পাওয়া যায়।