বাংলা হান্ট ডেস্কঃ সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠল মুসলিমদের বিরুদ্ধে।হামলায় নাকি আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীও । জানা গিয়েছে, পাটনা কলেজের হিন্দু ছাত্র-ছাত্রী সরস্বতী পুজোর পর ঠাকুর বিসর্জন দিতে শোভাযাত্রা বের করেছিল ।
গত ৩১ জানুয়ারি শুক্রবার রাতের ঘটনা। শোভাযাত্রা অশোক রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছিল, লালবাগে পৌঁছয় শোভাযাত্রা । সেখানেই হামলা চালানো হয় বলে অভিযোগ ।
মুসলিম এক দল দুষ্কৃতী শোভাযাত্রার মধ্যে হিন্দু পড়ুয়াদের উদ্দেশ্য করে পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ । পাথরের আঘাতে বহুজন আহত হয়েছে । এমনকি শোভাযাত্রা লক্ষ্য করে পেট্রোল বোমাও ছুঁড়তে দেখা যায় । শুরু হয়ে যায় হিন্দু-মুসলিমের মধ্যে তুমুল সংঘর্ষ । দুই পক্ষের লোকজনই আক্রান্ত হয়েছে বলে খবর । হামলায় আহত হয়েছেন পুলিশকর্মীও ।
পরে খবর পেয়ে ডিএসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে । সরস্বতী পুজোর বিসর্জনের যাত্রাতেও হিন্দু-মুসলিমের সংঘর্ষ, আর কী কী ঘটবে এ দেশে! ধিক্কার সমাজকে । বিদ্যার দেবী সকলের, কিন্তু সেখানেও সাম্প্রদায়িক হিংসার চিত্র উঠে আসছে । এ কোন সমাজ, কোন পড়ুয়ার দল, যেখানে সরস্বতীকেও রেহাই দিচ্ছে না সাম্প্রদায়িক হিংসা থেকে । প্রতিমাকে বিদায় দিতে গিয়ে এমন ঘটনা সত্যিই নিন্দার জায়গাই তৈরি করে ।