বাংলা হান্ট ডেস্কঃ চুক্তিভিত্তিক গাড়ি চালকদের জন্য দারুন সুখবর। মার্চ মাসের শুরুতেই,সপ্তাহের প্রথম দিন বড় ঘোষণা করল নবান্ন (Nabanna)। জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে একলাফে তাঁদের বেতন বাড়ছে আড়াই হাজার টাকা। চালকদের গাড়ি চালানোর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পরে আরও বাড়তে পারে বেতনের পরিমাণ।
বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (Nabanna)
জানা যাচ্ছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তাঁরা এই বর্ধিত হারে বেতন পাবেন। এছাড়া কত বছরের অভিজ্ঞতার জন্য কত টাকা পাওয়া যাবে সোমবার নবান্নের (Nabanna) তরফে তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি-দাওয়ার পর রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে অবশেষে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের (Nabanna) তরফে ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পুরনিগম, পর্ষদের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তি-ভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা করা হচ্ছিল। প্রাথমিক ভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা একেবারে শুরুতে সাড়ে ১৩ হাজার টাকা বেতন পেতেন। যা এবার বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ, সরকারি গাড়ির চালক হিসাবে চুক্তির ভিত্তিতে কাউকে নিয়োগ করা হলে তিনি এবার থেকে মাস গেলে তিনি ১৬ হাজার টাকা বেতন পাবেন।
আরও পড়ুন: ১৯৫ দিন পর আবার নড়েচড়ে বসল CBI? ‘মেয়ের বিচার পেয়ে ছাড়ব’! চ্যালেঞ্জ তিলোত্তমার বাবার
বেতন বাড়লেও রয়েছে আরও একটি শর্ত। জানা যাচ্ছে,একলাফে আড়াই হাজার টাকা বেতন বৃদ্ধির পর প্রথম পাঁচ বছর তাদের আর বেতন বাড়বে না। নবান্নের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে চুক্তিভিক্তিক সরকারি গাড়ির চালকেরা মাসে ২০ হাজার টাকা পাবেন। কোনো চালকের যদি কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে, তাঁরা প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে মিলবে ৩১ হাজার টাকা। আর ২০ বছর বা তার বেশি সময় ধরে সরকারি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে, তাঁরা মাসে ৩৮ হাজার টাকা বেতন পাবেন। জানা যাচ্ছে, ৬০ বছর বয়স পর্যন্ত চালকদের জন্য এই পরিবর্তিত বেতন লাগু হবে।
এখানেই শেষ নয়! জানা যাচ্ছে,বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দফতরে নিযুক্ত করা হলে, সেই সমস্ত চালকরাও মাসে ১৬ হাজার টাকা করে বেতন পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের মধ্যে। বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর, তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়েক এদিন বলেছেন, ‘চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের সাম্মানিক বৃদ্ধি করছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি। বেতন বৃদ্ধি করার জন্য সরকারকে ধন্যবাদ।’