বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি চাকরি বাতিল (SSC Recruitment Scam) থেকে মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence), বর্তমানে একাধিক ইস্যুতে সরগরম বাংলা। সম্প্রতি নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছিল চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ। তবে আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এই আবহে সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, আর্থিক শৃঙ্খলা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করছে নবান্ন।
আর্থিক শৃঙ্খলা বাড়াতে বড় পদক্ষেপ নবান্নের (Nabanna)!
জানা যাচ্ছে, ব্লক থেকে জেলা প্রশাসনের আওতায় থাকা সকল সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে নবান্ন। দফতরগুলির ডরম্যাট অ্যাকাউন্টের তথ্যও তলব করা হয়েছে। শনিবার প্রত্যেকটি জেলা প্রশাসন ও ১২টি দফতরকে নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে জানানো হয়, রাজ্যের অর্থ দফতর আর্থিক বিষয়গুলি পরিচালনার জন্য পিএফএমএস-৩ এর পাশাপাশি আরেকটি ‘মডিউল’ আনছে।
জানানো হয়েছে, সেখানেই জেলা প্রশাসনের অধীন থাকা সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) তথ্য আপলোড করতে হবে। সেই সঙ্গেই জেলা মিনারেল ফান্ডেরও অডিট হবে। এছাড়া রাজ্যের জেলাগুলিতে বালি-পাথরের রয়্যালটির তহবিলের হিসেবও যাচাই করবে নবান্ন। এখন প্রশ্ন হল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
এই বিষয়ে প্রশাসনিক মহলের দাবি, জেলা স্তরের নানান দফতরের আওতায় থাকা কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে না রয়েছে সেই তথ্য জানতে চাইছে নবান্ন। প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাতে নিয়মিত আপলোড করা হয়, সেই লক্ষ্যে নয়া ‘মডিউল’ আনা হচ্ছে।
সেই সঙ্গেই জানা যাচ্ছে, সীমান্ত অঞ্চল উন্নয়ন ফান্ডের ইউটিলাইজেশন শংসাপত্র বিষয়ক সকল জেলাগুলিকে দ্রুত জমা করতে বলা হয়েছে। এছাড়া জলাভূমি বা পুকুর বোজানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি অবিলম্বে বেআইনি বালি খাদান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, জেলা স্তরের সরকারি কাজের প্রয়োজনে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে অর্থ দফতরের অনুমতি নিতেই হতো। তবে এবার প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাতে নিয়মিত আপলোড হয় সেটা সুনিশ্চিত করতে উদ্যোগী নবান্ন (Nabanna)। সেই কারণেই ব্লক থেকে জেলা প্রশাসনের আওতায় থাকা সকল সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।