আজকেও হেফাজতে থাকতে হবে নারদা মামলায় চার অভিযুক্তকে

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার প্রায় আড়াই ঘণ্টার শুনানির পরেও মিলল না স্বস্তি। আজকের দিনও হেফাজতে থাকতে হবে নারদা মামলায় চার অভিযুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। আগামীকা বৃহস্পতিবার ফের শুনানি হবে জানিয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ। বলে দিই, নারদা মামলার চার অভিযুক্তদের মধ্য একমাত্র ফিরহাদ হাকিমই রয়েছেন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। বাকিরা রয়েছেন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে।

বুধবার দুপুর ১২ টা নাগাদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানি শুরু হয় বেলা ২টোর সময়। বিকেল ৪ঃ৩৫ নাগাদ শেষ হওয়া শুনানি। অভিযুক্তদের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং সিদ্ধার্থ লুথরা মামলা লরেছেন। আর সিবিআই-এর পক্ষ থেকে মামলা লরেছেন সিলিসিটর জেনারেল তুষার মেহতা। এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর।

হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে শুরু হয় মামলার শুনানি। সিবিআই-এর পক্ষ থেকে ভিন রাজ্যে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তদারকি করা হয়। তবে আজকের দিন কোনও সিদ্ধান্তে আসেনি আদালত। সিদ্ধান্তের জন্য আবারও একদিনের অপেক্ষা।


Koushik Dutta

সম্পর্কিত খবর