‘হাওয়াই চটি পরা মানুষও এবার বিমান চড়বেন’, কর্ণাটকের বিমানবন্দর উদ্বোধন করে দাবি মোদির

বাংলা হান্ট ডেস্ক : বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ‘যাঁরা হাওয়াই চটি পরেন, এবার তাঁরাও আকাশপথে যাতায়াত করবেন’, ভারতবর্ষের বিমান পরিষেবার অগ্রগতির এমনই প্রশংসা শোনা গেল নমোর গলায়। এরই সেই সঙ্গে তিনি দাবি করলেন খুব তাড়াতাড়ি ভারতে বিমান তৈরির স্বপ্নও পূরণ হতে চলেছে।

সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন।মাস তিনেকের মধ্যেই বেজে উঠবে বিউগল। আর তার আগেই আজ সোমবার এক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি অত্যাধুনিক সুবিধাযুক্ত পদ্ম আকৃতির শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন করলেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা-সহ একাধিক নেতা-মন্ত্রী। সেই অনুষ্ঠানের পর একটি জনসভায় মোদির মুখে শোনা যায় দেশের বিমান পরিষেবার উন্নতির কথা।

নমো এদিন বলেন, সমাজে সবস্তরের মানুষ, এমনকি আর্থিক ভাবে পিছিয়ে থাকারাও অদূর ভবিষ্যতে বিমানে যাতায়াত করতে পারবেন। যার জন্য দেশে বিমানের সংখ্যাও বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন এবার ভারতেই তৈরি হবে বিমান। আর দেশীয় বিমানেই যাতায়াত করবেন সমস্ত মানুষ। এরপরই কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘২০১৪ সালের আগে শুধুমাত্র দুর্নীতি নিয়ে বিতর্কের জন্যই শিরোনামে উঠে আসত এয়ার ইন্ডিয়ার নাম।’

modi 2

কর্ণাটক সফরে গিয়ে গতিচ্যুত মুখ্যমন্ত্রী তথা ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার মন জয়েরও চেষ্টা করেন নমো। এদিনই ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন। ইয়েদুরাপ্পার প্রশংসাও করেন মোদি। তিনি বলেন, ‘গত পাঁচ দশক ধরে মানুষের জন্য কাজ করছেন ইয়েদুরাপ্পাজি। নিজের মতাদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা রেখেই কাজ করে চলেছেন। আজ তাঁর জন্মদিন। সকলের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন প্রবীণ নেতার সম্মানে নিজেদের মোবাইলের আলো জ্বালান।’

২০১৮ বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন এইচডি কুমারস্বামী। কিন্তু শাসক জোটের কয়েক জন বিধায়ক দলত্যাগ করায় গরিষ্ঠতা হারিয়ে পরের বছরই ইস্তফা দেন কুমারস্বামী। মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা। কিন্তু নানা বিতর্কের কারণে ২০২১-এ তাঁকে ক্ষমতাচ্যুত করে বিজেপি মুখ্যমন্ত্রী করে বাসবরাজ বোম্মাইকে।

Sudipto

সম্পর্কিত খবর