বাংলা হান্ট ডেস্ক : সরগরম আমেরিকা (America)। আগামী সপ্তাহে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের মধ্যেও মোদির সফর নিয়ে উন্মাদনা মারাত্মক।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর এক প্রবাসী ভক্তকে দেখা গেল, নিজের গাড়িতে মোদির নামের নম্বরপ্লেট বসিয়েছেন। গাড়ির পিছনে আয়তাকার সেই নম্বরপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা নরেন্দ্র মোদির সংক্ষিপ্ত নাম, ‘এন মোদি’।
গাড়ির মালিকের নাম রাঘবেন্দ্র। তিনি মেরিল্যান্ডের বাসিন্দা। মোদির আমেরিকা সফরের আগে তাঁর গাড়িটির ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমে তিনি জানান, ‘নরেন্দ্র মোদি আমার অনুপ্রেরণা। আমি এই নম্বরপ্লেট ২০১৬ সালে নিয়েছিলাম। মোদি আমাকে আমার দেশের জন্য, সমাজের জন্য এবং সারা পৃথিবীর জন্য ভাল কিছু করতে উদ্বুদ্ধ করেন। তিনি এখানে আসছেন, আমি অধীর আগ্রহে তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে আছি।’
এদিকে, মোদির সফরের আগে হোয়াইট হাউসের বাইরেও ভারতের তেরঙা উড়তে দেখা গিয়েছে। আগামী সপ্তাতে ২১ থেকে ২৩ জুন আমেরিকায় থাকবেন মোদি। সেখানে তিনি আমেরিকার কংগ্রেসের বৈঠকেও যোগ দেবেন। আমেরিকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে দেখা করবেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে তিনি নৈশভোজে যোগ দেবেন।
আমেরিকায় পা রাখার পর মোদিকে কী ভাবে স্বাগত জানানো হবে, তার প্রস্তুতি মহড়া চলছে হোয়াইট হাউসে। ছোটরা তাতে অংশ নিয়েছে। প্রবাসী ভারতীয়দের মধ্যেও মোদির সফর ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে।
জর্জ মেসন ইউনিভার্সিটির স্কুল অফ কম্পিউটিং-এর নেতৃত্বে থাকা অধ্যাপক গুরদীপ সিং বলেছেন, ‘ভারত-মার্কিন অংশীদারিত্বকে যথাযথভাবে ভবিষ্যতের জন্য সবচেয়ে ফলপ্রসূ করতে চলেছে এই সফর। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফর আইসিইটি-কে প্রেরণা জোগাবে এবং বৈজ্ঞানিক সম্প্রদায়গুলির মধ্যে একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সম্পর্ক স্থাপনে সাহায্য করবে।’