লোকসভা ভোটের আগে মোদীর চোখ এবার মথুরায়! প্রথম কোনও প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মভূমিতে

বাংলা হান্ট ডেস্ক: মথুরায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় (Mathura) যাবেন প্রধানমন্ত্রী। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী, যিনি মথুরায় যাচ্ছেন। তাঁকে স্বাগত জানাতে সেখানে পুরোদমে প্রস্তুতি চলছে। সাজে সাজো রব গোটা মথুরায়। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

অযোধ্যা এবং কাশীর পর প্রধানমন্ত্রীর নজর এখন মথুরায়। তাঁর সফরের আগে এসপিজি বুধবার সেখানে নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ নেয়। সেখানে ইতিমধ্যেই চার হাজার পুলিশ এবং পিএসি সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফর এমন সময় হচ্ছে যেখানে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) মঙ্গলবার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বাঁকেবিহারী মন্দিরের করিডোর নির্মাণের জন্য সবুজ সংকেত দিয়েছে। এই নির্দেশের পর এখন এই করিডোর তৈরিতে আর কোনও বাধা রইল না।

ক্যাবিনেট মন্ত্রী চৌধুরী লক্ষ্মী নারায়ণের মতে প্রধানমন্ত্রী প্রথমে শ্রীকৃষ্ণ জন্মভূমি পরিদর্শনে যাবেন। এরপর ব্রজ রাজ উৎসবে যাবেন। বিকেল চারটের মধ্যে তাঁর মথুরা পৌঁছানোর কথা রয়েছে। সন্ধ্যে ৬:১৫ নাগাদ তাঁর ফেরার কথা। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাঁকেবিহারীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

modi geeta

নরেন্দ্র মোদী ব্রজ রাজ উৎসব রেলওয়ে গ্রাউন্ডে নির্মিত মঞ্চ থেকে প্রায় ৪০ মিনিট ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। এরপর মীরাবাঈয়ের ৫২৫ তম জন্মবার্ষিকীতে প্রশাসনের তৈরি ৫ মিনিটের একটি ডকুমেন্টারিও দেখার কথা রয়েছে। এরপর সাংসদ হেমা মালিনী (Hema Malini) প্রদত্ত নাট্য উপস্থাপনাও দেখবেন প্রধানমন্ত্রী।


Monojit

সম্পর্কিত খবর