বাংলা হান্ট ডেস্ক: মহাকাশ প্রযুক্তির জগতে, সমগ্ৰ বিশ্ব আজ ভারতের (India) শক্তিকে স্বীকৃতি দিচ্ছে। এমনকি, যারা একটা সময়ে ভারতের মহাকাশ অভিযান নিয়ে বিদ্রুপ করত তারাও আজ ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করছে। এমতবস্থায়, গত রবিবার একটি বড় বিষয় প্রকাশ্যে আনলেন ISRO (Indian Space Research Organisation) প্রধান এস সোমনাথ (S. Somanath)। তিনি জানান, চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশনের আগে নাসার বিজ্ঞানীরা ISRO-র সদর দফতরে এসেছিলেন। পাশাপাশি, তিনি আরও বলেন যে, তাঁরা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সক্ষমতা দেখে অবাক হয়ে যান। এত কম বাজেটে এই ধরণের প্রযুক্তি গড়ে উঠতে পারে তা তাঁরা বিশ্বাস করতে পারেননি।
চন্দ্রযান-৩-এর প্রযুক্তি কিনতে চেয়েছিল আমেরিকা: মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত রবিবার, ভারতের “মিসাইল ম্যান” তথা ডঃ এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রামেশ্বরমে ডঃ এপিজে আব্দুল কালাম ফাউন্ডেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে ISRO প্রধান এস সোমনাথ বলেন, “নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে ৫ থেকে ৬ জন ISRO-র সদর দফতরে এসেছিলেন। তখন আমরা চন্দ্রযান-৩ এর প্রযুক্তি ব্যাখ্যা করেছিলাম। এই ঘটনা সফট ল্যান্ডিংয়ের আগে ছিল। তাঁরা জানিয়েছিলেন সবকিছু ঠিকঠাক চলছে।”
সোমনাথ আরও বলেন, নাসার বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেখে অবাক হয়ে যান। পাশাপাশি, তাঁরা জানিয়েছিলেন “এগুলো সুন্দর এবং সস্তা। সহজে তৈরি করা যায় এবং উচ্চ-প্রযুক্তিও রয়েছে। আপনার এটা কিভাবে করলেন? এগুলো কেন আপনারা আমেরিকার কাছে বিক্রি করছেন না?”
আরও পড়ুন: ছিলেন স্কুল ড্রপআউট, অথচ আজ ইনিই ভারতের সবথেকে ধনী স্বর্ণ ব্যবসায়ী, তাঁর মোট সম্পদ চমকে দেবে
“ভারত একদিন শক্তিশালী দেশ হবে”: শিক্ষার্থীদের সাথে কথা বলার সময়ে এস সোমনাথ বলেন, “সময় অনেক বদলে গেছে। এখন আমরা বিশ্বের সেরা সরঞ্জাম, সেরা ডিভাইস এবং সেরা রকেট তৈরি করতে পারি। সেই কারণেই স্পেস সেক্টর খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের দেশে বিশ্বের সেরা জ্ঞান ও বুদ্ধিমত্তা রয়েছে। ভারত একদিন খুব শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। আমরা প্রযুক্তিতেও শক্তিশালী হব।”
আরও পড়ুন: বোনাসের পর ফের সুখবর! সিভিক থেকে এবার সরাসরি পুলিশ? পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে বড় সিদ্ধান্ত
“২০৪৭ সালের আগে চাঁদে যাবেন মহিলা মহাকাশচারী”: এদিকে, চন্দ্রযান-৩-এর সফল অবতরণ সম্পর্কে কথা বলতে গিয়ে, ISRO প্রধান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, কবে ভারতীয় মহাকাশচারী চাঁদে যাচ্ছেন এই প্রশ্নের উত্তরে পড়ুয়াদের উদ্দেশ্যে এস সোমনাথ বলেন, “চন্দ্রযান-১০-এর লঞ্চে আপনাদের মধ্যে একজন এমন একটি রকেট বানাবেন যাতে আপনাদের মধ্যেই হয়তো কেউ একজন, সম্ভবত একজন মহিলা মহাকাশচারী চাঁদে যেতে পারেন। এর জন্য ২০৪৭ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এটি তার চেয়ে অনেক আগে ঘটবে।” উল্লেখ্য যে, কিছু দিন আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে এস সোমনাথ জানিয়েছিলেন যে, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৪ থেকে ৫ টি লঞ্চ সম্পন্ন হবে।