বাংলা হান্ট ডেস্কঃ সত্যিই নজিরবিহীন! একদিনে সাসপেন্ড ৭৮ জন বিরোধী সাংসদ (Opposition MP)। লোকসভা থেকে সাসপেন্ড হল বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) তৃণমূল সহ একাধিক বিরোধী দলের মোট ৩৩ জন সাংসদ। ওদিকে রাজ্যসভা থেকে সাসপেন্ড বিরোধী দলের ৪৫ জন সাংসদ। সব মিলিয়ে গত বৃহস্পতিবার থেকে মোট ৯২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল দুই কক্ষ থেকে। নজিরবিহীন এই ঘটনায় রীতিমতো শোরগোল।
এই নিয়েই এবার কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ অধীর চৌধুরীর। এদিন সাংসদ বলেন, ‘মোদী আরেকটু হলেই সেঞ্চুরি করে ফেলতে পারত। ৭৭-এ না ৭৮-এ থেমেছে। যাই হোক, সেঞ্চুরি করতে পারেনি। এখনও চান্স আছে। নিশ্চয়ই কাল-পরশুর মধ্যে সেঞ্চুরিও করে দেবে। সেঞ্চুরিয়ান মোদী পার্লামেন্ট থেকে আগামী দিনে বিরোধী বলে কোন সাংসদ যারা বলার ইচ্ছা রাখে সেইরকম কোন সাংসদের অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি রাখবেন না।
প্রসঙ্গত, সোমবার সংসদে হট্টগোলের অভিযোগে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী সহ মোট ৩৩ জন বিরোধী সাংসদ (Opposition MP) সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। জানা যায়, এদের মধ্যেই তিন জন সাংসদ স্পিকারের পোডিয়ামে উঠে পড়েছিলেন। ওই তিনজনার বিরুদ্ধে সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় , কাকলি ঘোষ দোস্তিদার, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ মোট ৯ জন সাংসদকে। গত ১৩ তারিখ সংসদ হানার ইস্যু তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি লোকসভায় স্লোগান দিচ্ছিলেন তারা। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে চলছিল স্লোগান। কংগ্রেস সাংসদদের পাশাপাশি তৃণমূল, ডিএমকে সাংসদরাও স্লোগান দিচ্ছিলেন। এ নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলের ওই ৩৩ সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার।
আরও পড়ুন: ক্ষমা চাইতে হবে বিচারপতি গাঙ্গুলিকে, নয়তো…! এবার ময়দানে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে আমি এখন সাংসদ নই। যা হচ্ছে তা কাঙ্খিত নয়।’ এদিকে এই ঘটনার বিরোধীতা করে সংসদ চত্বরে গাঁধীমূর্তির সামনে প্রতিবাদ নেমেছে বিরোধীরা। আজ সংসদের সিঁড়িতে অবস্থানে বসবেন তারা। জানিয়ে দিল ইন্ডিয়া মহা জোট।