বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি গোয়ার ভ্যাকেশন থেকে বাড়ি ফিরেছেন নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) এবং তৃণা সাহা (trina saha)।কিছুদিনের জন্য শুটিং থেকে ছুটি নিয়ে নতুন দম্পতি পাড়ি দিয়েছিলেন গোয়া। না একা নয়, আরো কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফিরেই পরিবারে নতুন সদস্যের আসার সুখবর দিলেন ‘তৃনীল’।
নতুন এক সদস্য যোগ হয়েছে তারকা দম্পতির পরিবারে। না, ইনি কোনো দুপেয়ে বা চারপেয়ে নয়। ভ্যাকেশন থেকে ফিরেই এক নতুন চারচাকা কিনে ফেলেছেন তাঁরা। নিজেদের টাকায় যৌথ ভাবে হুন্ডাইয়ের অ্যালকাজার ঘাড়িটি কিনেছেন তাঁরা। দাম পড়েছে প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা। ইতিমধ্যেই গাড়ির সামনে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন নীল তৃণা। দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে তাঁর ইন্ডাস্ট্রির সতীর্থরা।
কৃষ্ণকলি, খড়কুটো দুই সিরিয়ালই টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে থাকে। দুজনেই দারুন ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারেই তৃণা বলেছিলেন, শুটিং শেষে বাড়ি ফিরতে দুজনেরই অনেক রাত হয়ে যায়। গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তাঁরা। তার পরপরই মিনি হানিমুনে গিয়েছিলেন বটে। কিন্তু তারপর করোনা আবহে বাড়ি থেকে আর বেরোতেই পারেননি।
https://www.instagram.com/p/CShV9-ihaWU/?utm_medium=copy_link
https://www.instagram.com/reel/CSi-HXpl5tW/?utm_medium=copy_link
প্রসঙ্গত, দেখতে দেখতে ছয় মাস পেরিয়ে গেল নীল তৃণার বিয়ের। ১২ বছর চুটিয়ে প্রেম করার পর দাম্পত্য জীবনও দারুন উপভোগ করছেন নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা। প্রেমের মাসেই নিজেদের সম্পর্ককে চিরবন্ধনে বেঁধেছেন দুজন। সম্প্রতি দাম্পত্য জীবনের ছয় মাস পূর্তি উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন নীল।