TRP উঠবে হুড়মুড়িয়ে! ‘নিম ফুলের মধু’তে আসছে তুলকালাম ‘বিবাহ অভিযান’ পর্ব

বাংলা হান্ট ডেস্ক : এবার আরও  জমে উঠেছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। যেভাবে ঝড়ের গতিতে একের পর এক তুলকালাম পর্ব নিয়ে এগিয়ে চলেছে জি বাংলার এই সুপারহিট মেগা (Neem Phooler Madhu) তাতে এই সপ্তাহের  টিআরপি তালিকায় পর্ণা নিশ্চই ফাটাফাটি রেজাল্ট করবে। বাংলা সিরিয়ালের দর্শকদের প্রতিটা পর্বে নতুন চমক দেওয়ার ক্ষেত্রে এই সিরিয়ালের (Neem Phooler Madhu) জুড়ি মেলা ভার।

নিম ফুলের মধুতে (Neem Phooler Madhu) পর্ণার বিয়ে আটকাতে তুলকালাম সৃজনের

এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই সৃজন-পর্ণাকে (Srijan-Parna) কাছাকাছি আসতে দেখেই একেবারে ফোঁস করে উঠেছিল বাবুর মা কৃষ্ণা। সব জেনে বুঝেও সেদিন মুখে যা এসেছিল  তাই বলে তিনি অপমান করেছিলেন পর্ণাকে। যদিও কৃষ্ণা খুব ভালোভাবেই জানে পর্ণাই  হলো তার বাবুর বউ।  কিন্তু তারপরেও পর্ণার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ইচ্ছা তাকে অপমান করে কৃষ্ণা।

আর কৃষ্ণার কথায় কষ্ট পেয়েই  সৃজনের থেকে দূরে থাকতে দত্ত বাড়ি ছেড়ে চলে গিয়েছে পর্ণা। এসবের মধ্যেই ধারাবাহিকে এসে গিয়েছে নতুন টুইস্ট।  সৃজনের জীবন থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়াতেই পর্ণা এবার বিয়ে করছে নিজের অফিসের বস অভিমন্যুকে।

অন্যদিকে এই খবর পেয়ে বাড়িতেই ছটফট করছে সৃজন। তবে যাই হয়ে যাক সৃজন ঠিক করে নিয়েছে পর্ণাকে সে কিছুতেই অন্য কারও হতে দেবে না। তাই দত্তবাড়ির ফুল টিম নিয়েই এবার নিজের বউয়ের বিয়ে আটকানোর প্ল্যান করতে ব্যস্ত বাবু।

আরও পড়ুন : নয় রূপ মিলতেই ভয়ঙ্কর রূপে প্রকট হলেন দেবী দুর্গা! এসে গেল মহালয়ার নতুন প্রোমো

এরইমধ্যে ফাঁস হয়ে গেল এই ধারাবাহিকের আগাম পর্ব। চ্যানেল কর্তৃপক্ষের তরফে নিম ফুলের মধুর আগামী পর্বের একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে  শুধু সৃজন নয় গোটা দত্তবাড়ির সদস্যরা ছদ্মবেশ নিয়ে হাজির হয়েছেন পর্ণার  বিয়ে আটকাতে। দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপেই সৃজনের সাথে হাতাহাতি শুরু হয়েছে অভিমন্যুর।

 


শুধু তাই নয় দেখা গেল বিয়ের মণ্ডপেই পুরোহিতের ছদ্মবেশে হাজির হয়েছে চয়ন, পাশেই বসে আছে পিকলু। আর অভিমন্যুর থেকে পর্ণাকে উদ্ধার করতেই তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে সৃজন। এখন দেখার শেষ পর্যন্ত আগামীকাল নীম ফুলের মধুতে দর্শকদের জন্য আর কি কি চমক অপেক্ষা করছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর