বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) এবং নেপাল (nepal) প্রতিবেশি দেশ হওয়ায় দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরেই বন্ধুত্বের সম্পর্ক চলে আসছে। এমনকি দুই দেশের সীমান্ত অঞ্চলেও নাগরিকদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা বিরাজমান। তবে বর্তমান সময়ে বিশেষ কিছু বিষয়কে কেন্দ্র করে ভারত এবং নেপালের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।
রাস্তা নির্মান প্রসঙ্গে উত্তেজনা ভারত-নেপাল সীমান্তে
ভারত নেপালের মধ্যেকার সমস্যার সূত্রপাত ঘটেছে মধুবানী জেলার লোকি ব্লক অঞ্চলে। মধুবানী জেলার লোকি ব্লক অঞ্চলের কোরিয়াহী গ্রামের কাছে নেপালের কাছে ২৩১-২৩২ নম্বর পিলারের কাছে নির্মিত রাস্তা নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্ত অঞ্চলে সমস্যা দেখা দেয়।
নো মেনস ল্যান্ডের কাছাকাছি এই রাস্তা তৈরি নিয়ে সমস্যা
সূত্র মারফত জানা গিয়েছে, নেপালের পক্ষ থেকে যে রাস্তা তৈরি করা হচ্ছে, তা নো মেনস ল্যান্ড এলাকার খুব কাছাকাছি এসে পৌঁছেছে। সীমান্ত এলাকায় মোতায়েন থাকা এসএসবি জানিয়েছে, নো মেনস ল্যান্ডের এত কাছাকাছি কংক্রিটের কোন কিছু নির্মান করার আগে, নির্মান সাইটের মাপ করে নেওয়া প্রয়োজন। সেই কারণেই জেলা প্রশাসনের কাছে কোটি চিঠিও লেখা হয়েছে।
সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে
ভারত এবং নেপাল সীমান্ত এলাকার এই বিষয়ে পাকা রাস্তা তৈরির সমস্যা সূচক এসএসবির চিঠি গুরুত্ব সহকারে নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি বিষয়টি সাব-ডিভিশনাল অফিসারকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই সকল সমস্যার কারণে ওই এলাকায় রাস্তা তৈরির কাজ বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।