নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব্যর্থ বাবর আজম! পাকিস্তানের টপ-অর্ডার ধ্বংস করল ডাচরা, খুশি গিল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডের (Netherlands vs Pakistan) মুখোমুখি হয়েছে বাবর আজমরা (Babar Azam)। আর আজ টসে হারার পর পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু তারপর পাকিস্তানের ব্যাটিং প্রবল সমস্যার মুখোমুখি পড়ে।

ফর্মে না থাকা ফখর জামান (১২) ফের দ্রুত ফিরে যান ডাচ তারকা লোগান ভ্যান বিকের শিকার হয়ে। অপর ওপেনার ইমাম উল হক (১৫) বিপজ্জনক হয়ে ওঠার আগে পল ভ্যান মেকেরিনের বাউন্সারে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন ডিপ ফাইন লেগে। দুই ওপেনার ভালো ছন্দে ছিলেন না অনেক আগে থেকেই।

কিন্তু খাতায়-কলমে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাবর আজম দুর্দান্ত ব্যাটিং করবেন এমনটা আশা করেছিলেন অনেকেই। কিন্তু তাদের আশা পূর্ণ হলো না। অত্যন্ত ধীরগতিতে ব্যাটিং করে ১৮ বলে ৫ রান করে কলিন অ্যাকারম্যানের বলে শর্ট মেড উইকেটে ক্যাশ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পাক অধিনায়ক।

এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে তিনি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন। আজ তার কাছে বড় সুযোগ ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে অনেক দান করে দ্বিতীয় স্থানে থাকা শুভমান গিলের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে তরুণ এই ওপেনার মাঠে নামতে পারবেন না সম্ভবত ডেঙ্গি সংক্রমণের কারণে। কিন্তু বাবর তেমনটা করতে পারলেন না।

babar gill

তবে বাবর দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও ইনিংসের হাল ধরেন মহম্মদ রিজওয়ান এবং সাউদ সাকিল। দুজনেই আগ্রাসি ব্যাটিং করে নেদারল্যান্ডসের বোলিংকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। ১৯ ওভার সম্পূর্ণ হওয়ার পর পাকিস্তানের স্কোর ৩ উইকেট হারিয়ে ৯৮।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর