বাংলাহান্ট ডেস্ক : বাংলার স্বাস্থ্য মানচিত্রে নতুন দিশা। পশ্চিমবঙ্গ (West Bengal) কমপক্ষে আটটি নতুন মেডিকেল কলেজ পেতে চলেছে। পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, খড়্গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার, অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এগুলোর মধ্যে অন্যতম। এর বাইরেও আরো বেশ কিছু মেডিকেল কলেজ (Medical College) পেতে চলেছে বাংলা।
নতুন মেডিকেল কলেজের তালিকায় রয়েছে নিউ টাউনে পিকেজি মেডিক্যাল কলেজ, রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ। সূত্রের খবর, নতুন এই মেডিকেল কলেজগুলি শুরু হবে নতুন শিক্ষাবর্ষ থেকে। নতুন এই মেডিকেল কলেজগুলি শুরু হলে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের মানচিত্র অনেকটাই পরিবর্তন হবে।
আরোও পড়ুন : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জের, বহু ট্রেনের রুট বদলে দিল রেল, ভোগান্তি এড়াতে দেখুন লিস্ট
এই মেডিকেল কলেজগুলিতে আরো বেশি পরিমাণ ছাত্র-ছাত্রী এমবিবিএস পড়ার সুযোগ পাবেন। পাশাপাশি আরও সম্প্রসারিত করা হবে মালদা মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ইএসআই মেডিক্যাল কলেজ, কেপিসি মেডিক্যাল কলেজ, আইকিউ সিটি মেডিক্যাল কলেজ, সানাকা মেডিক্যাল কলেজগুলিকে। হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াবে ৪৪টি।
নতুন মেডিকেল কলেজগুলি শুরু হলে এমবিবিএস-এর আসন সংখ্যা ৬০০০ পেরিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় মেডিকেল কলেজগুলোর সাথে সংযুক্ত থাকে হাসপাতাল। সেক্ষেত্রে এমবিবিএস-এর আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আসবে বড় পরিবর্তন। তবে যে নতুন মেডিকেল কলেজগুলো তৈরি হতে চলেছে তার মধ্যে একটিও উত্তরবঙ্গে নেই। এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ।