এবার দুর্দান্ত খবর পাবেন Jio গ্রাহকরা! গোটা বছর আনলিমিটেড ডেটা-কল ফ্রি, শেষ Airtel, Vi

বাংলাহান্ট ডেস্ক : সামনেই প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগে একাধিক কোম্পানি হাজির হয়েছে ধামাকাদার সব অফার নিয়ে। সেই দেখাদেখি টেলিকম অপারেটরগুলিও নিজেদের গ্রাহকদের সন্তুষ্ট করতে নেমে পড়েছে আসরে। গ্রাহকদের চমকে দিয়ে এবার অসাধারণ একটি অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও।

অনেকেই মনে করছেন রিলায়েন্স জিওর এই ধামাকা  অফার শুনলে চিন্তায় পড়বে এয়ারটেল (Bharti Airtel) ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ও বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। গ্রাহকের জন্য দুর্দান্ত অ্যানুয়াল প্ল্যান নিয়ে এসেছে জিও। কর্তৃপক্ষ বলছে এটি প্রজাতন্ত্র দিবস অফার।

আরোও পড়ুন :

২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানে ৩২৫০ টাকার বেশি কুপন দেওয়া হবে বলে জানানো হয়েছে জিওর পক্ষ থেকে। গ্রাহকরা এই কুপন কেনাকাটা, বিল পেমেন্ট, ভ্রমণের জন্য ব্যবহার করতে পারেন। AJio, Tira, Ixigo, Swiggy ও Reliance Digital ইত্যাদি থেকে এই কুপনগুলি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জিওর এই অফার চলবে।

jio 895 plan

২৯৯৯ টাকার রিচার্জ করলে গ্রাহকদের দেওয়া হবে এই কুপন। Tira ব্যবহারকারীরা ৩০ শতাংশ, Ixigo-তে ১৫০০ টাকা, সুইগিতে ২৫০ টাকা, রিলায়েন্স ডিজিটালে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ২৯৯৯ টাকার রিচার্জের বৈধতা থাকবে ৩৬৫ দিন। প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা দেওয়া হবে এই প্ল্যানে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর