বাংলাহান্ট ডেস্ক : এবার বড়সড় বদল আসতে চলেছে রাজ্যের গোয়েন্দা দলে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধাঁচে রাজ্যের এই দলকেও এবার ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যের অন্দরে জঙ্গি কার্যকলাপের খবর রাখতে এবার আমূল বদলানো হবে গোয়েন্দা দলের অন্দর।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স বুরোর ধাঁচেই গড়ে তোলা হবে রাজ্যের গোয়েন্দা দফতরের ক্যাডার বাহিনী। রাজ্য পুলিশের এই বিশেষ দল গঠনের কাজে অতি দ্রুতই শুরু হবে নিয়োগ। পুরো ব্যাপারটিতেই মিলেছে নবান্নের ছাড়পত্র।
নবান্ন সূত্রে খবর, এই গোয়েন্দা বাহিনীর ৬০% নেওয়া হবে নিজস্ব ক্যাডার হিসেবে। বাকি ৪০% ক্ষেত্রে নিয়োগ করা হবে রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিকদের। এই বাহিনীতে থাকবেন ডিএসপি থেকে শুরু করে কনস্টেবল সব পদের কর্মী এবং অফিসাররাই।
রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘নতুন বাহিনীর জন্য দ্রুতই নিয়োগ শুরু হবে। কিন্তু তার আগে এখন যাঁরা গোয়েন্দা দফতরে কর্মরত রয়েছেন তাঁরা সেখানে পাকাপাকি ভাবে থাকতে চান কি না তা জানতে চাওয়া হয়েছে। বাইরে থেকে যাঁদের নিয়োগ করা হবে তাঁরা শুধুমাত্র গোয়েন্দার কাজই করবেন। থানায় বা অন্যত্র বদলি করা হবে না তাঁদের।’
এই মুহুর্তে পুলিশের বিভিন্ন বিভাগ থেকে ডেপুটেশনের মাধ্যমে গোয়েন্দা দফতরে নিয়োগ করা হয় আধিকারিকদের। মেয়াদ শেষে পুরোনো পদে ফিরে যান তাঁরা। এবার বদল হবে সেই নিয়মে। এই নতুন দলের আধিকারিকদের সম্পূর্ণ ভাবে গোয়েন্দা সংক্রান্ত কাজের জন্যই প্রশিক্ষিত করা হবে। আধিকারিকদের নাম এবং পরিচয়ের ক্ষেত্রেও চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করা হবে। এই নতু দলে ডিএসপিকে বলা হবে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ইন্সপেক্টরদের বলা হবে ইন্টেলিজেন্স অফিসার। শুধু দফতরেই নয়, জেলায় জেলায়ও তৈরি করা হবে লোকাল ইন্টেলিজেন্স ইউনিট।
রাজ্যের এই সিদ্ধান্তে যে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু রাজ্য পুলিশেও প্রচুর পদ খালি। সেগুলি ভর্তি না করে শুধুই গোয়েন্দা দফতরে নিয়োগ কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।