ব্যাঙ্ক থেকে শুরু করে অনলাইন শপিং! আগস্টেই হবে এই ৫টি বদল, বিপদে পড়ার আগে সতর্ক হন

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মাঝে মধ্যেই তাদের নিয়ম ও শর্তে বদল আনে। সাধারণত নিয়মে বদল আনা হয় গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে। আবার অনেক সময় এমন কিছু বদল আনা হয় যাতে ব্যবসার উন্নতি ঘটে। প্রতিমাসে শুরুতেই এই বদলগুলো আমাদের প্রভাবিত করে। আগামী আগস্ট মাস থেকে এমনই কিছু বদল আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এগুলি কতটা প্রভাব ফেলবে আপনার উপর।

১) প্রতিমাসের শুরুতেই বদল লক্ষ্য করা যায় রান্নার গ্যাসের দামে। গৃহস্থালিদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম গত কয়েক মাসে বদল হয়নি। কিন্তু প্রতি মাসেই বদল হয় বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। তবে সূত্রের খবর, আগামী মাস থেকে বদল আসতে চলেছে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসে।

   

২) আয়কর রিটার্ন দেওয়ার শেষ তারিখ ৩১ শে জুলাই। এই তারিখের মধ্যে আয়কর রিটার্ন না করলে করদাতাদের দিতে হবে জরিমানা। ১০০০ টাকা জরিমানা দিতে হবে যাদের বার্ষিক আয় ৫ লক্ষের কম এবং ৫০০০ টাকা জরিমানা দিতে হবে যাদের বার্ষিক আয় ৫ লক্ষের বেশি। জরিমানার টাকা সহ আয়কর দেওয়া যাবে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

৩) আগামী ১৫ ই আগস্ট শেষ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলশ স্কিমে বিনিয়োগের সময়সীমা। বার্ষিক ৭.১০% সুদ এই প্রকল্পের আওতায় পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। ৭.৬% সুদ পান প্রবীণ গ্রাহকরা।

৪) অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এর গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বিভিন্ন অনলাইন ক্ষেত্রে শপিং এর জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা যে ক্যাশব্যাক বা রিওয়ার্ড পয়েন্ট পেতেন তা কমিয়ে দিতে চলেছে এই ব্যাঙ্ক। এছাড়াও ক্যাশব্যাক পাওয়া যাবে না সরকারি পরিষেবার জন্য মার্চেন্ট ক্যাটেগরি কোড ৯৩৯৯ ব্যবহার, জ্বালানি সংক্রান্ত কেনাকাটি, গিফট কার্ড, ইএমআইয়ের লেনদেনের ক্ষেত্রে।

onlinesales

৫) আগামী ১৫ ই আগস্ট শেষ হতে চলেছে IDBI ব্যাঙ্কের ‘অমৃত মহোৎসব’ প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগকারীরা বার্ষিক ৭.১০% ও প্রবীণ বিনিয়োগকারীরা বার্ষিক ৭.৬০% সুদ পেয়ে থাকেন। যারা এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী তারা ১৫ই আগস্ট এর মধ্যে বিনিয়োগ করে ফেলুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর