মিচেলের ব্যাটে ভর করে সেমিফাইনালে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করল কিউয়িরা

   

 

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ সিডনিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। তুই দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে ছিল তাই একটি হাড্ডাহাড্ডি ম্যাচের প্রত্যাশা করছিলেন সমর্থকরা। প্রথম ইনিংস থেকে এখনো অবধি মনে হয়েছে দর্শকদের সেই আবদার পূরণ হয়েছে। প্রথম ইনিংসের পর এখনও লড়াইয়ে রয়েছে দুই দলই।

আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেউই অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার ফিন অ্যালেন ইনিংসের প্রথম বলেই চার মেরে নিজের মনোভাবটা স্পষ্ট করে দেন। দ্বিতীয় বলে ডিআরএস এর কারণে বেঁচে যাওয়ার পরে তৃতীয় বলে শাহীন আফ্রিদির শিকার হন তিনি। এরপর অপর ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে আজকে সামলানোর চেষ্টা করছিলেন অধিনায়ক উইলিয়ামসন। শেষ বলে রান আউট হয়ে কনওয়ে ফেরায় চাপ বাড়ে নিউজিল্যান্ডের ওপর।

কিউইদের ওপর চাপ আরো বেড়েছিল যখন দুর্দান্ত ফর্মে থাকা গ্লেন ফিলিপস মহম্মদ নওয়াজের বলে তার হাতেই ক্যাশ দিয়ে ফিরে যান। সিডনির পিচে বল পড়ে থমকে আসছিল। তার জন্য নিউজিল্যান্ড ব্যাটারদের নিজেদের শট খেলার সময় আলাদা করে নিজেদের প্রস্তুত করতে হচ্ছিল। তবে এরপর ড্যারেল মিচেলের সঙ্গে ৫৮ রানের একটি পার্টনারশিপ করে নিউজিল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন অধিনায়ক উইলিয়ামসন।

কিন্তু ১৭ তম ওভার চলাকালীন ১১৭ রানের দলগত করে শাহীন আফ্রিদি উইলিয়ামসনকে (৪৬) নিজের স্লোয়ারে ঠকিয়ে বোল্ট করেন। আজকে ইনিংস সামলানোর সঙ্গে সঙ্গে সময়ে সময়ে পাকিস্তান বোলারদের আক্রমণও করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। রানিং বিটুইন দ্য উইকেটসের ওপরেও জোর দেওয়ায় অনেকবার সিঙ্গেলকে ডাবলসে পরিণত করতে পেরেছেন তিনি এবং মিচেল।

এরপর ১৯ তম ওভারের শেষ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ড্যারেল মিচেল। উইলিয়ামসন যখন সিঙ্গেল নিয়ে রানের গতি সচল রাখছিলেন তখন পাক স্পিনারদের ওপর পাল্টা আক্রমণ করেছিলেন তিনি। মাত্র ৩২ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। জিমি নিশামের (১৬*) সাথে মিলে নিউজিল্যান্ডকে ২০ ওভারের শেষে ১৫২ অবধি পৌঁছে দেন তিনি। নিজে অপরাজিত থাকেন ৫৩ রানে। কৃপণ বোলিং করে দুটি উইকেট নেন শাহিন আফ্রিদি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর