বাংলা হান্ট ডেস্ক: ২৮ অগাস্ট অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ৪৬ তম AGM (Annual General Meeting)। তবে, এবার সেখান থেকেই সামনে এল বড় তথ্য। জানা গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)। শুধু তাই নয়, এখন তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি। ইতিমধ্যেই বোর্ড অফ ডাইরেক্টরস তাঁদের নন-একজিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। তবে, বোর্ড থেকে সরে দাঁড়ালেও নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সনের পদে কাজ চালিয়ে যাবেন।
এদিকে, মুকেশ আম্বানি AGM-এ জানিয়েছেন যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত ১০ বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তিনি বলেন, এটি যেকোনো কর্পোরেট গ্রুপের করা সবথেকে বড় বিনিয়োগ। তিনি আরও জানান যে, ২০২৩ অর্থবর্ষে, রিলায়েন্স ২.৬ লক্ষ জনকে চাকরি দিয়েছে। বর্তমানে রিলায়েন্সে অনরোল কর্মীদের সংখ্যা ৩.৯ লক্ষে পৌঁছেছে।
লাভের পরিমাণ: পাশাপাশি, বিস্তারিত তথ্য প্রদান করে আম্বানি জানান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কনসলিডেট রেভিনিউ হল ৯,৭৪,৮৬৪ কোটি টাকা। এছাড়াও, ২০২৩ অর্থবর্ষে রিলায়েন্সের EBITDA হল ১,৫৩,৯২০ কোটি টাকা। যেখানে নিট লাভ ৭৩,৬৭০ কোটি টাকা।
আরও পড়ুন: বড় খবর! এবার নিজের বাড়ি বিক্রি করে দিলেন মুকেশ আম্বানি, কত টাকায় হল ডিল?
Jio নেটওয়ার্কের বিক্রি ৮৫ শতাংশ: আম্বানি বলেছেন যে, ভারতে পরিচালিত মোট 5G সেলগুলির প্রায় ৮৫ শতাংশ Jio-র নেটওয়ার্কে রয়েছে। কোম্পানি প্রতি ১০ সেকেন্ডে তার নেটওয়ার্কে একটি 5G সেল যোগ করছে এবং ডিসেম্বরের মধ্যে প্রায় ১ মিলিয়ন 5G সেল চালু হবে।
আরও পড়ুন: আম্বানির এই একটি সিদ্ধান্তেই হল বড় ক্ষতি! মাত্র ৩ দিনেই খোয়ালেন ২৩,৭০০ কোটি
রিলায়েন্স রিটেলের মূল্য ৮.২৮ লক্ষ কোটি টাকা: পাশাপাশি, রিলায়েন্স রিটেলের বিষয়ে জানাতে গিয়ে আম্বানি বলেন যে রিলায়েন্স রিটেলের মূল্য ২০২০ সালে ৪.২৮ লক্ষ কোটি থেকে বেড়ে আজ ৮.২৮ লক্ষ কোটি টাকা হয়েছে। এটি ২০২৩ অর্থবর্ষে ২,৬০,৩৬৪ কোটি টাকা আয় করেছে। পাশাপাশি কোম্পানির EBITDA হল ১৭,৯২৮ কোটি টাকা এবং নিট মুনাফা হল ৯,১৮১ কোটি টাকা।
গণেশ চতুর্থীতে লঞ্চ হবে Jio Fiber: প্রসঙ্গত উল্লেখ্য যে, মুকেশ আম্বানি AGM-এ ঘোষণা করেন, আগামী ১৯ সেপ্টেম্বর অর্থাৎ গণেশ চতুর্থীতে, রিলায়েন্স Jio ফাইবার লঞ্চ হবে। রিলায়েন্সের Jio এয়ার ফাইবার 5G নেটওয়ার্ক এবং উন্নত ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করতে সাহায্য করবে। পাশাপাশি, এই পরিষেবাটি বাড়ি ও অফিসে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা দেবে। এমতাবস্থায়, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে Jio এয়ার ফাইবারের আসার ফলে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।