৫০ আসনে বিজেপিকে আটকানোর কথা বলে U-Turn নীতীশের! বললেন আমি শুধু বলতে চেয়েছি…

বাংলা হান্ট ডেস্কঃ ‘সকল বিরোধী দল যদি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে পারে, তাহলে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে ৫০ টি আসনে নামানো যাবে’, গতকালই বিজেপির (Bharatiya Janata Party)  বিরুদ্ধে বিরোধী ঐক্যের ইঙ্গিত দেন নীতীশ কুমার (Nitish Kumar)। তবে কিছু সময় যেতে না যেতেই নিজের বক্তব্য থেকে বেঁকে বসলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী। ৫০ টি আসন প্রসঙ্গে এদিন তিনি বলেন, “কোন সংখ্যার কথা বলছি না। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে সকল বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হলে আমরা বড় সাফল্য পাব।”

উল্লেখ্য, গতকাল বিরোধী ঐক্য জোট গড়ে তোলার আহ্বান জানিয়ে বিজেপিকে ৫০ টি আসনে বেঁধে রাখা সম্ভব হবে জানালেও কিছু মুহূর্তের মধ্যেই নিজের অবস্থান থেকে সরে আসার কারণ প্রসঙ্গে অবশ্য স্পষ্ট ধারণা মেলেনি। যদিও বিরোধীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে তৎপর বলেই এদিন ফের একবার দাবি করেন জেডিইউ প্রধান।

সম্প্রতি, বিহারে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি এবং কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় বসেছেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী পদে বসার পর আগামী ৫ই সেপ্টেম্বর প্রথমবারের জন্য দিল্লিতে পৌঁছে যেতে পারেন তিনি। এক্ষেত্রে রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি আরো অনেক নেতা-মন্ত্রীদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করা সম্ভাবনা রয়েছে। তার আগে বিরোধী ঐক্যজোট নিয়ে মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিহারে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকেই নীতীশ কুমারের বিরুদ্ধে একাধিক পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে বিজেপি। সম্প্রতি, মণিপুরে পাঁচ জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগদান করেন। গতকাল জেডিইউ-এর বৈঠক শেষে বিজেপিকে কটাক্ষ করে নীতীশ কুমার বলেন, “বর্তমানে গোটা দেশে যা হয়ে চলেছে, তা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে, এক শ্রেণীর মানুষ কি ধরনের কাজ করে চলেছে। অন্য দল ভাঙিয়ে ওরা যে লোক এনে চলেছে, এটা কি সাংবিধানিক?”

একইসঙ্গে মণিপুরে বিধায়কদের দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখন বিজেপি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই, তখন অন্যান্য সকল রাজ্যের নেতাদের সঙ্গে কথা হয়েছিল। মণিপুরের যে বিধায়করা বর্তমানে বিজেপিতে যোগদান করেছে, তারাও ওই সময় আমাদের শুভেচ্ছা জানায়। অথচ এরাই দলত্যাগ করে বসলো। বিজেপি যেভাবে অন্য দল ভাঙিয়ে লোক নিয়ে চলেছে, তা অনুচিত।”

বিশেষজ্ঞদের মতে, বিহারে ক্ষমতায় আসার পর থেকেই আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে উঠে আসতে মরিয়া নীতীশ আর সেই কারণেই বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি বিরোধী ঐক্যজোটের প্রসঙ্গ উঠে এসেছে তাঁর গলায়। ইতিমধ্যেই বিজেপি সরকারের মুদ্রাস্ফীতি থেকে শুরু করে দুর্নীতি এবং বেকারত্বের ইস্যুগুলিকে সামনে এনে তাদের আক্রমণ শানাতে প্রস্তুতি নিয়ে চলেছে নীতীশের দল।

jpg 20220904 104452 0000

যদিও এদিন বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মণিপুরের মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমাদের রাজ্যে বিজেপির জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলেছে। জেডিইউ থেকে আমাদের বিজেপি যথেষ্ট ভালো। সেই কারণেই ওখান থেকে একাধিক নেতাকর্মী আমাদের দলে এসে চলেছে। আমরা তাদের স্বাগত জানাই।”


Sayan Das

সম্পর্কিত খবর