মিউটেশনের জন্য এবার দিতে হবে সার্ভিস চার্জ? মামলা উঠতেই বিরাট নির্দেশ হাই কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ বাড়ি কিংবা ফ্ল্যাট করতে গেলে এবার থেকে দিতে হবে সার্ভিস চার্জ। বিধাননগর পুরসভার তরফ থেকে জারিকরা হয়েছিল এমন ফরমান। পুরসভার এই নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা উঠেছিল। এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Corporation) তরফ থেকে জারি করা ফরমান কার্যকর হচ্ছে না জানিয়ে দিল উচ্চ আদালত। মিউটেশনের (Mutation) জন্য সার্ভিস চার্জ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা তা হাই কোর্টে খারিজ হয়ে গেল। আদালতের নির্দেশ, পুরসভার এই ফরমান কার্যকর হবে না।

মঙ্গলবার এই মামলার রায় দেওয়ার সময় হাই কোর্টের তরফ থেকে বলা হয়, আইনে এভাবে সার্ভিস চার্জের নামে পুরসভার হাতে টাকা তোলার কোনও সুযোগ নেই। এই রায় দানের পরেই মামলাকারীদের নতুন করে পুর কমিশনারের কাছে মিউটেশনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বানভাসি উত্তর, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ! স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস

এই প্রসঙ্গে ওই মামলার আইনজীবী আর্যক দত্ত বলেন, পুর আইনে এভাবে সার্ভিস চার্জ নেওয়ার কোনও বিধি নেই। একেবারে নথি দেখিয়ে তিনি বলেন, পুরসভার তরফ থেকে বলা হচ্ছে মিউটেশনের জন্য টাকা দিতে হবে। এবার যদি আবেদনকারী পুরসভার বিধি মেনে সার্ভিস চার্জ দিতে রাজি হন, তাহলে তাঁকে প্রায় দেড় লাখ টাকা বেশি গুনতে হবে। পুরসভা ওই টাকা বেআইনিভাবে তুলছে বলে দাবি করেন তিনি।

Calcutta High Court

ওই একই মামলার আরও একজন মামলাকারীর আইনজীবী অরিন্দম দাস বলেন, মিউটেশনের আগে আমরা আরটিআই করেছিলেন। এর প্রত্যুত্তরে বিধাননগর পুরসভার তরফ থেকে জানানো হয়, সার্ভিস চার্জ হিসেবে বাড়তি টাকা দিতে হবে। শেষমেষ বাধ্য হয়ে আমরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হই। এবার এই মামলাতেই মামলাকারীদের পক্ষে রায় দিল উচ্চ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর