বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবারই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দ্বীপরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাদের। শ্রীলংকার বর্তমান আর্থিক পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। যার জন্য “লংকান প্রিমিয়ার লিগ” বা এলপিএলের তৃতীয় সংস্করণও আপাতত বন্ধ রেখেছে তারা।
এসিসির সূত্র মারফত জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরাসরি তাদের দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যাগুলো তুলে ধরেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সামনে। এই মুহূর্তে এশিয়ার ৬ টি গুরুত্বপূর্ণ ক্রিকেট দলের তাদের দেশে আসা এবং তারপর তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং আরো খুঁটিনাটি স্বাচ্ছন্দ তাদের পক্ষে পরিবেশন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরশাহী বা অন্য কোন দেশে আয়োজন করার অনুমতি চেয়েছে। তবে সেই ব্যাপারে এখনও এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোন রকম সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। এটাও ঠিক যে আগস্ট থেকে সেপ্টেম্বর এর মধ্যে টুর্নামেন্ট সম্পন্ন করতে হবে এসিসিকে। কারণ অক্টোবর মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।
এশিয়া কাপের মতো বড় মানের কোনও প্রতিযোগিতা নির্দিষ্ট ভেন্যু থেকে অন্য কোথাও স্থানান্তর করার ব্যাপারটা এত সহজ নয়। এর জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বেশ কয়েকটি ফরম্যালিটি পূরণ করতে হবে। এখনই সংযুক্ত আরব আমিরশাহীকে এশিয়া কাপের চূড়ান্ত ভেন্যু হিসেবে ঘোষণা করতেন নারাজ এসিসি।