এবার টিভি দেখার জন্য গুণতে হবে অতিরিক্ত টাকা! এই দিন থেকেই বাড়তে চলেছে দাম, জানুন তারিখ

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরে টিভির দর্শকদের জন্য এল দুঃসংবাদ। কারণ, এবার টিভি দেখতে আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই Zee Entertainment, Viacom 18 এবং Sony Pictures Networks India-এর মতো দেশের টপ ব্রডকাস্টার্সরা তাদের টিভি চ্যানেলের রেট বাড়িয়েছে। যা নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য একটি বড় ধাক্কা। এদিকে, এই ঘোষণার পর এখন গ্রাহকদের তাঁদের পছন্দের চ্যানেল দেখতে বেশি টাকা দিতে হবে।

ব্রডকাস্টার্সরা কত রেট বাড়িয়েছে: এই প্রসঙ্গে Viacom 18 এবং Network 18-এর ডিস্ট্রিবিউশন আর্ম তাদের চ্যানেলের রেট ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে Zee Entertainment তাদের চ্যানেলের রেট ৯ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। পাশাপাশি, Sony Channel তাদের রেট ৯ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। যদিও Disney Star এখনও এই বৃদ্ধির ক্ষেত্রে কোনো তথ্য দেয়নি।

Now you have to spend extra money to watch TV

নতুন হার কবে থেকে কার্যকর হবে: ব্রডকাস্টার্সরা স্পষ্ট করেছে যে, এই বর্ধিত হার আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI-এর নিয়ম অনুসারে, ব্রডকাস্টার্সরা তাদের ঘোষণার ৩০ দিনের পরেই নতুন দামগুলি কার্যকর করতে পারে। এই পরিস্থিতিতে, TRAI গ্রাহকদের স্বার্থে সঠিকভাবে দামগুলি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে।

আরও পড়ুন: নতুন বছরে LIC-র বড় চমক! ৫ বছরেই টাকা হবে ডবল, মালামাল করে দেবে এই দুর্ধর্ষ পলিসি

কেন ট্যারিফ বাড়ানো হল: উল্লেখ্য যে, ২০২৪ হল একটি নির্বাচনী বছর। এমন পরিস্থিতিতে টিভি চ্যানেলের রেট বাড়িয়ে সাধারণ মানুষকে বিরক্ত করতে চায় না TRAI। এদিকে, পরিসংখ্যান অনুযায়ী, Viacom 18 তার চ্যানেলের রেট সবচেয়ে বেশি বাড়িয়েছে।

আরও পড়ুন: ঘোষণা হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম! খেলা হবে তো?

কারণ, এই বছর কোম্পানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ডিজিটাল রাইটস, BCCI মিডিয়া রাইটস, ক্রিকেট সাউথ আফ্রিকা মিডিয়া রাইটস এবং অলিম্পিক 2024-এর মত অনেক বড় প্রোগ্রামের রাইটস কিনেছে। কোম্পানিটি এর জন্য ৩৪,০০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ করেছে। এমতাবস্থায়, চ্যানেলের রেট বাড়িয়ে এই পরিমাণ অর্থ তুলে আনার চেষ্টা করছে কোম্পানিটি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর