ঘোষণা হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম! খেলা হবে তো?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত শুক্রবার প্রকাশিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) সরকারি সূচি। যেটি অনুযায়ী, আগামী ৯ জুন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। যদিও, এই স্টেডিয়ামকে ঘিরেই এবার উঠেছে একাধিক প্রশ্নের ঝড়। শুধু তাই নয়, নাসাউ কাউন্টিতে আদৌ কোনো স্টেডিয়াম রয়েছে কি না সেই বিষয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

মূলত, এই সংক্রান্ত কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ওই স্টেডিয়ামটিকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে যে, সেখানে স্টেডিয়াম তৈরির কাজ সবে শুরু হয়েছে। যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে ওই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার মতো স্টেডিয়াম আদৌ তৈরি করে ফেলা যাবে কি না তা এই বিষয়টিই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শুধু তাই নয়, নাসাউ কাউন্টিতে বিশ্বকাপের ম্যাচ হওয়ার বিষয়টি ঘোষণার পর থেকেই নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস রীতিমতো চাপে রয়েছেন। কারণ সংশ্লিষ্ট এলাকার ওই বিরাট উদ্যানকে কেন্দ্র করে ক্রিকেটের এই বড় কর্মসূচি হোক এটা স্থানীয় বাসিন্দারা চান না। এমনকি, তাঁরা প্রতিবাদ করেছেন বলেও জানা গিয়েছে।

এদিকে, পিটার ডেলা পেনা নামে এক ফ্রিল্যান্স ক্রিকেট সাংবাদিক এক্স মাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। ওই ছবিগুলির মাধ্যমে যেখানে নাসাউ কাউন্টি স্টেডিয়াম যেখানে হওয়ার কথা সেই আইজেনহাওয়ার পার্কের ছবি দেওয়া হলেও সেগুলি থেকে প্রত্যক্ষ করা গেছে সেখানে স্টেডিয়ামের কোনো অস্তিত্ব নেই। বরং, সেখানে রয়েছে একটি ফাঁকা মাঠ।

আরও পড়ুন: নতুন বছরে LIC-র বড় চমক! ৫ বছরেই টাকা হবে ডবল, মালামাল করে দেবে এই দুর্ধর্ষ পলিসি

পাশাপাশি, ওই পোস্টের পরিপ্রেক্ষিতে পিটার লিখেছেন, “আদৌ স্টেডিয়াম তৈরি হচ্ছে? মাঠের একটা অংশও এখনও খোঁড়া হয়নি। আগামী ফেব্রুয়ারির আগে এটা হবে বলে মনেও হয় না। এটাই হল নাসাউ কাউন্টি, নিউ ইয়র্কের স্টেডিয়ামের আসল চিত্র। এখানেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে।” উল্লেখ্য যে, এই স্টেডিয়াম তৈরি হওয়ার দিনক্ষণ প্রসঙ্গে নির্দিষ্ট করে আমেরিকার ক্রিকেট সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: উড়ে যাবে চিন-পাকিস্তানের ঘুম! এবার আরও শক্তিশালী হল ভারতীয় সেনা, ৮০০ কোটির চুক্তি কেন্দ্রের

যদিও, ওই দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইজেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসন বিশিষ্ট একটি স্টেডিয়াম তৈরি হওয়ার কথা রয়েছে। তবে গত অক্টোবর মাসে এটির অনুমোদন চাওয়া হলেও তা এখনও পাওয়া যায়নি। এমতাবস্থায়, আইসিসি-র তরফে দাবি করা হয়েছে, ওই মাঠে মডিউলার স্টেডিয়াম তৈরি করা হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে একটি প্রতিযোগিতার জন্য অস্থায়ী ভাবে স্টেডিয়াম তৈরি করা হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর