প্রয়াত তেলুগু সুপারস্টার এনটিআর-কন‍্যা উমা, শোওয়ার ঘর থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ

বাংলাহান্ট ডেস্ক: ফিল্মি দুনিয়া থেকে ফের এল মর্মান্তিক দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা তথা রাজনৈতিক ব‍্যক্তিত্ব নন্দমুরি তারকা রামা রাও (NTR) কন‍্যা উমা মাহেশ্বরী (Uma Maheshwari)। সোমবার হায়দ্রাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। পুলিস সূত্রে খবর, আত্মহত‍্যা করেছেন উমা। .

ইন্ডাস্ট্রিতে ‘এনটিআর’ নামে পরিচিত রামা রাও। তাঁরই কন‍্যা উমা মাহেশ্বরী। হায়দ্রাবাদে থাকতেন বছর ৫৭ র উমা। জানা যাচ্ছে, সোমবার বন্ধ বেডরুমের বাইরে থেকে অনেকবার তাঁকে ডেকেছিলেন মেয়ে জামাই। কোনো উত্তর না পাওয়ায় দরজা ভাঙতে হয়। ভেতরে ঢুকেই তাঁরা দেখেন সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন উমা।

Uma ntr
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিসে। প্রাথমিক তদন্তের পর এক পুলিস আধিকারিক জানান, মনে করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ নিলেন উমা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। CrPC র ১৭৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিস। স্থানীয় এক সরকারি হাসপাতালে হবে ময়না তদন্ত।

প্রবীণ অভিনেতা এনটিআর এর চার মেয়ের মধ‍্যে সবথেকে ছোট ছিলেন উমা। অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর স্ত্রী উমার বোন। তাঁরা সপরিবারে পৌঁছেছেন প্রয়াত উমা মাহেশ্বরীর বাড়িতে। পরিবারের যেসব সদস‍্যরা বিদেশে থাকেন তাদেরও খবর পাঠানো হয়েছে। উল্লেখ‍্য, এনটিআর এর নাতি হলেন ‘আর আর আর’ খ‍্যাত জুনিয়র এনটিআর। প্রয়াত উমা মাহেশ্বরী তাঁর পিসি।

তেলুগু ইন্ডাস্ট্রির মহীরুহ স্বরুপ এনটি রামা রাও। ১৯৮২ সালে টিডিপি নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন তিনি। ১৯৯৬ সালে রামা রাওয়ের জামাই চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে বিদ্রোহের পর ক্ষমতা চ‍্যুত হন তিনি। তার কয়েক মাস পরেই প্রয়াত হন এনটিআর। তাঁর ১২ জন সন্তানের মধ‍্যে চার মেয়ের উমাই ছিলেন সবথেকে ছোট। এই ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে তেলুগু ইন্ডাস্ট্রিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর