এযুগে দানবদের এমনি দেখতে হয়, ‘আদিপুরুষ’এ রাবণের খিলজি লুক নিয়ে সাফাই পরিচালকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রামায়ণ মহাকাব‍্য অবলম্বনে তৈরি ‘আদিপুরুষ’ (Adipurush)। অথচ রামায়ণের চরিত্র শ্রী রাম, রাবণকেই বিকৃত করা হয়েছে ছবিতে। এমনি অভিযোগে বিগত বেশ কিছুদিন ধরেই তুলোধনা করা হচ্ছে ‘আদিপুরুষ’ নির্মাতাদের। রাম মন্দিরের প্রধান পুরোহিত অবিলম্বে আদিপুরুষ ছবিটিতে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছেন। ক্ষোভ উগরে দিয়েছেন রাজনৈতিক নেতামন্ত্রীরাও।

লাগাতার কটাক্ষ শুনতে শুনতে অবশেষে ট্রোল নিয়ে মুখ খুলেছেন আদিপুরুষ পরিচালক ওম রাউত (Om Raut)। শ্রী রাম এবং রাবণের চরিত্র অবলম্বনে তৈরি ‘রাঘব’ এবং ‘লঙ্কেশ’ চরিত্রদুটি নিয়েই যত আপত্তি। লঙ্কেশ চরিত্রে সইফ আলি খানের সঙ্গে মোগল শাসকদের তুলনা টেনে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। পৌরাণিক চরিত্র বিকৃতির অভিযোগ উঠেছিল। এ বিষয়েই অবশেষে মুখ খুলেছেন ওম রাউত।

নিজেদের হয়েই সাফাই দিয়েছেন পরিচালক। লঙ্কেশ রূপে সইফের লুক যথাযথই বলে দাবি করেছেন তিনি। ওম রাউতের কথায়, “আজকের সময়ে আমাদের রাবণ দানবীয়, নিষ্ঠুর। যে আমাদের দেবী সীতাকে অপহরণ করেছিলেন। আজকের সময়ে রাবণকে কেমন দেখাবে সেটাই দেখিয়েছি আমরা। এটা কোনো সিনেমা বা প্রোজেক্ট নয়, এটা আমাদের জন‍্য একটা মিশন। সবার আশীর্বাদ চাই আমরা। যারা আমাদের ছবির ব‍্যাপারে বলছেন সকলেই বয়োজ‍্যেষ্ঠ, আমরা সবার কথা শুনছি। কিন্তু ছবিটি যখন আপনারা দেখবেন, নিরাশ হবেন না।”

একই সুর লেখক মনোজ মুনতাসিরের গলাতেও। তিনি জানান, ছবিটা তাঁরা এতই নিষ্ঠাভরে তৈরি করেছিলেন যে লেখার সময়ে অফিসের বাইরে জুতো খুলে রেখে আসতেন তিনি। দর্শকরা মাত্র ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি টিজার ভিডিও দেখেই মতামত প্রকাশ করছেন। আগে পুরো ছবিটা দেখুন।

লঙ্কেশ রাবণের লুকের সঙ্গে আলাউদ্দিন খিলজির তুলনাও টেনেছেন অনেকে। হিন্দু ব্রাহ্মণ রাবণকে মোগল বাদশাদের মতো কেন দেখানো হয়েছে, প্রশ্ন তুলেছিলেন বিক্ষুব্ধ দর্শকরা। অভিযোগের উত্তরে মনোজ পালটা প্রশ্ন করেন, কোন খিলজিকে কপালে তিলক পরতে দেখেছেন? কোন খিলজি পৈতে আর রুদ্রাক্ষের মালা পরেন? আদিপুরুষের লঙ্কেশকে কিন্তু সব পরতে দেখা গিয়েছে।

সম্পর্কিত খবর

X