বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। মূলত, রেলের (Indian Railways) যাত্রীদের এবার বড় স্বস্তি দিল IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার থেকে কনফার্ম টিকিট পেলেই রেল যাত্রীদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে। শুধু তাই নয়, টিকিট ক্যান্সেল হলে, অবিলম্বে টাকা ফেরত দেওয়া হবে বলেও জানা গিয়েছে। ই-টিকিট বুকিংয়ের জন্য IRCTC এই ব্যবস্থা চালু করেছে। এমতাবস্থায়, এই বিকল্পটি শুধুমাত্র IRCTC দ্বারা iPay পেমেন্ট গেটওয়েতে সক্রিয় করা হয়েছে এবং এটি “Autopay” হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য যে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের iPay পেমেন্ট গেটওয়ের “Autopay” বৈশিষ্ট্যটি UPI, ক্রেডিট কার্ড এবং এমনকি ডেবিট কার্ডের সাথে সংযোগ করা সহজ করে তোলে। IRCTC-র ওয়েবসাইট অনুসারে, রেল যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তখনই টাকা কেটে নেওয়া হবে যখন সিস্টেমটি রেলের টিকিটের জন্য PNR তৈরি করবে। এই সিস্টেমটি UPI ব্যবহার করে ইনিশিয়াল পাবলিক অফার (IPO) অ্যাপ্লিকেশনগুলি যেভাবে কাজ করে তার অনুরূপ হবে।
IRCTC iPay Autopay থেকে কারা উপকৃত হবেন: জানিয়ে রাখি যে, এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তাঁরা যাঁরা ব্যয়বহুল রেলওয়ে ই-টিকিট বুক করছেন। এছাড়াও, যেসব যাত্রীরা ওয়েটিং টিকিট বা তৎকাল টিকিট বুক করেন তাঁরাও সুবিধা পাবেন। IRCTC-র ওয়েবসাইট অনুসারে, iPay AutoPay নিম্নলিখিত ক্ষেত্রে উপকারী হবে।
ওয়েটিং লিস্ট: AutoPay সেখানেও লাভজনক হবে যেখানে “Berth Choice Not Met” অথবা “No Room”-এর কারণে যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পর ই-টিকিট বুক হয় না।
তৎকাল ওয়েট লিস্ট: যদি চার্ট তৈরি হওয়ার পরেও তৎকাল ওয়েট লিস্টে ই-টিকিট ওয়েটিং তালিকায় থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল চার্জ (ক্যানসেলেশন ফি, IRCTC কনভেনিয়ানস ফি এবং ম্যান্ডেট ফি) ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং Autopay ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়।
তাৎক্ষণিক রিফান্ড: যদি একজন ব্যক্তি ওয়েট লিস্টেড টিকিট বুক করেন, সেক্ষেত্রে কনফার্ম টিকিট না পাওয়া গেলে তিন থেকে চার দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। এদিকে, যদি বুকিংয়ের পরিমাণ বেশি হয় তবে তার জন্য তাৎক্ষণিক অর্থ ফেরত পাওয়া ব্যক্তিকে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই বিকল্প পরিবহণ বিকল্পগুলি বুক করতে সাহায্য করবে। পাশাপাশি, যদি একজন ব্যক্তি ওয়েট লিস্ট টিকিট বুক করার জন্য IRCTC iPay-এর Autopay সুবিধা ব্যবহার করে থাকেন এবং কনফার্ম টিকিট বরাদ্দ না করতে পারেন, সেক্ষেত্রে টাকা অবিলম্বে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: থাকেন প্রচারের বাইরে, ভারতের সবথেকে বড় দানবীর মহিলা! বিলিয়ে দিয়েছেন ১১০০০০০০০০, চিনে নিন সুস্মিতাকে
IRCTC iPay Autopay বৈশিষ্ট্যটি কিভাবে ব্যবহার করবেন:
প্রথম ধাপ: IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনার ভ্রমণের বিবরণ প্রদান করুন। এরপরে, আপনার ট্রেনের কোচ নির্বাচন করুন এবং যাত্রীর বিবরণ দিন।
আরও পড়ুন: তেলে বেগুনে জ্বলছে চীন! ভারতীয়দের জন্য দরজা খুলে দিল তাইওয়ান, কাজের জন্য নেবে লক্ষ লক্ষ মানুষ
দ্বিতীয় ধাপ: নির্বাচিত ট্রেন কোচের জন্য অর্থ প্রদানের লক্ষ্যে উপযুক্ত বাটনটি নির্বাচন করুন। সেখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকবে। তার মধ্যে “iPay”-তে ক্লিক করুন। একবার ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে একাধিক পেমেন্ট বিকল্প উপলব্ধ থাকবে। যার মধ্যে রয়েছে Autopay, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, IRCTC মুদ্রা এবং নেট ব্যাঙ্কিং। ওখানে Autopay নির্বাচন করুন। Autopay বিকল্পের মধ্যে, তিনটি বিকল্প রয়েছে: UPI, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। তাদের যেকোনো একটিতে ক্লিক করুন এবং প্রাসঙ্গিক বিবরণ প্রদান করুন।