গ্রামবাসীদের বাঁচাতে হবে ও শরীরে করোনা ভাইরাস রয়েছে ভেবে আত্মহত্যা করলো এক ব্যক্তি

বাংলাহান্ট ডেস্কঃ মারণরোগ করোনা ভাইরাসের (corona vairas) আতঙ্কে গুটিয়ে রয়েছে গোটা বিশ্ববাসী। চিনে শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে গোটা বিশ্বে। চীনের এই দুর্দশার দিনে তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ব্যক্তিগত নিষেধাজ্ঞা বাতিল করে রোগ প্রতিরোধক প্রয়োজনীয় মাস্ক রপ্তানি করার সিদ্ধান্ত নেয় ভারত।

চীন থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয় গত মাসেই। ইন্ডিয়ার বিমান মারফৎ চীন(chaina) থেকে নিয়ে আসা হয় ৩২৪ জন ভারতীয়কে, যার মধ্যে ৫৩ জন তামিলনাড়ু এবং ৪২ জন কেরলের অধিবাসী। ফলে এইসব রাজ্যে বসবাসকারী মানুষজনদের মনে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়তে থাকে। ইতিমধ্যে চিত্তোর জেলার এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের কিছু লক্ষণ দেখা দেয়। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা মারফৎ তাঁকে জানান তাঁর শরীরে করোনা ভাইরাস এখনও অবদ্ধি দানা বাঁধতে পারেনি।

1800x1200 coronavirus 1 1

তবুও তাঁকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেন চিকিৎসকরা। এরপর থেকেই সেই চুয়ান্ন বছর বয়সী ব্যক্তি প্রতিবেশিদের তাঁর থেকে দূরে থাকতে বলেন। তিনি ধারণা করেন তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং তাঁর মাধ্যমে গোটা গ্রামে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গত সোমবার দিন তিনি তাঁর গ্রামকে ভাইরাস আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আত্মহত্যা করবার সিদ্ধান্ত নেন। বাবার এরূপ আত্মত্যাগের প্রসঙ্গে তাঁর ছেলে জানান, চিকিৎসকদের পরামর্শ মত মাস্ক ব্যবহার করায় তিনি মনে করেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। বারবার বারণ করার পরও আর সকল গ্রামের মানুষকে বাঁচানোর জন্য তিনি এই পথ বেঁছে নেন।

গত ২৪ ঘন্টায় চীনে ভাইরাসে মৃতের সংখ্যা ১০৮ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও চার হাজার। এই ভাইরাসে সথেকে বেশি আক্রান্ত হয়েছে চীনের হুবেই অঞ্চলের মানুষজন। তবে শোনা গেছে এই ভাইরাস আক্রান্ত ৩০ টি দেশের মধ্যে ভারতও রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন আগামী দেড় বছরের মধ্যে এই রোগের প্রতিষেধক বানিয়ে ফেলবেন চিকিৎসকরা।


সম্পর্কিত খবর