গরিবদের জন্য মোদী সরকারের বড় উপহার! ১লা জুন থেকে দেশের যেকোন প্রান্ত থেকে তুলতে পারবেন রেশন

বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের কারণে দেশজুড়ে চলা লকডাউনের মধ্যে মোদী সরকার (Modi Sarkar) এক জুন থেকে ২০ টি রাজ্য আর কেন্দ্র শাসিত প্রদেশে ‘এক দেশ, এক রেশন কার্ড” (One Nation, One Ration Card) প্রকল্প লাগু করতে চলেছে। এই প্রকল্প এই কঠিন সময়ে অনেক গুরুত্বপূর্ণ হতে চএলছে। আপনাদের জানিয়ে দিই, সুপ্রিম কোর্টও কেন্দ্রকে এই প্রকল্প লাগু করার কথা বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে, এই দুঃসময়ে কেন্দ্র এই প্রকল্প লাগু করলে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক এবং দিন মজুরেরা রেশন থেকে কম দামে সামগ্রী নিতে পারবে।

ration 2

এই প্রকল্প অনুযায়ী, রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এর মাধ্যমে রেশন গ্রাহক নিজের কার্ডের ব্যবহার করে দেশের যেকোন প্রান্ত থেকে সঠিক মুল্যে রেশন কিনতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানান, এখনো পর্যন্ত ১৭ টি রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চলকে এই প্রকল্পের মাধ্যমে জোড়া হয়েছে। মিজোরাম অ্যান্ড লাগাল্যান্ডের মতো আরও তিনটি রাজ্য এই প্রকল্প আপন করে নিতে প্রস্তুত। মোট ২০ টি রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে ১লা জুন থেকে রেশন কার্ড পোর্টবিলিটির শুভারম্ভের জন্য প্রস্তুত।

এই প্রকল্প অনুযায়ী, পিডিএস এর সুবিধাভোগীদের সনাক্ত তাদের আধার কার্ডের ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল (PoS) ডিভাইস দিয়ে করা হবে। এই যোজনা গোটা দেশে লাগু করার জন্য সমস্ত পিডিএস দোকানে PoS ম্যাশিন লাগানো হবে।

যেমন যেমন ভাবে রাজ্যের পিডিএস দোকান গুলোতে ১০০ শতাংশ PoS ম্যাশিন লাগানোর রিপোর্ট দিয়ে দেবে, তেমন তেমন ভাবেই তাদের ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড যোজনায় যুক্ত করা হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর